অতঃ কিম? -ফাইল ছবি।
রামমন্দির ইস্যুতে কি এ বার ‘রামনাম’ জপার সময় হয়ে গেল মোদী সরকারের? প্রতিশ্রুতি সত্ত্বেও, কেন এখনও অযোধ্যায় রামমন্দির গড়ে তোলা হল না, তার জন্য কারও নাম না করে মোদী সরকারের কড়া সমালোচনা করল বিজেপির মতাদর্শের নিয়ন্ত্রক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-ই। আর তার জন্য আরএসএস ব্যবহার করল সঙ্ঘ পরিবারের সদস্য বিশ্ব হিন্দু পরিষদের মঞ্চ। দিল্লিতে, বিশাল জনসমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাকের ডগায় দাঁড়িয়ে, রবিবার।
রামলীলা ময়দানের ওই জনসমাবেশে আরএসএসের অন্যতম কর্তা সুরেশ ‘ভাইয়াজী’ জোশী এ দিন বলেন, ‘‘এখন যাঁরা ক্ষমতায় রয়েছেন, তাঁরা অযোধ্যায় রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। মানুষের কথা তাঁদের শোনা উচিত। মনে রাখা উচিত। গোটা দেশ রামরাজ্য চায়। অযোধ্যায় রামমন্দির নির্মাণের যে দাবি রয়েছে জনগণের, তা মেটানো উচিত। জনগণ কী চাইছেন, সরকার তো সেটা জানে।’’
অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য তাঁরা যে সরকারকে কোনও অনুনয়-বিনয় জানাতে রাজি নন, তাও স্পষ্ট করে দিয়েছে আরএসএস। সুরেশ বলেছেন, ‘‘আমরা কোনও ভিক্ষা চাইছি না। আমাদের আবেগটুকু প্রকাশ করছি মাত্র।’’
আরও পড়ুন- ‘হাতে হাত’, ফের শুরু হচ্ছে ভারত-চিন যৌথ সামরিক মহড়া
আরও পড়ুন- মন্দিরের জন্য শক্তি দেখাতে নামছে সঙ্ঘ
এ ব্যাপারে পরোক্ষে সরকার-বিরোধিতার সুর অবশ্য আগেই তুলে দিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেছিলেন, ‘‘অযোধ্যায় রামমন্দির নির্মাণের জন্য যথাযথ ও প্রয়োজনীয় আইন আনা হোক।’’ ভাগবতের ‘সবুজ সঙ্কেত’ পেয়ে এ বার জনসমাবেশেই তোপ দাগলেন আরএসএস নেতারা।
এ দিনের সমাবেশে প্রায় দেড় লক্ষ মানুষের জমায়েত হয় বলে ভিএইচপির তরফে দাবি করা হয়েছে।