কাশ্মীরে যৌথ বাহিনীর গুলিতে হত পাঁচ জঙ্গি। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
দক্ষিণ কাশ্মীরের কুলগামে জঙ্গিদমন অভিযানে সাফল্য যৌথ বাহিনীর। গুলির লড়াইয়ে হত পাঁচ জঙ্গি। সেনার তরফে জানানো হয়েছে, এখনও অভিযান চলছে।
গোপন সূত্রে খবর এসেছিল যে, কুলগাম জেলার কাদ্দের এলাকায় ঘাঁটি গেড়েছে বেশ কয়েক জন জঙ্গি। তার পরেই সতর্ক হয়ে যায় নিরাপত্তাবাহিনী। জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ ভাবে অভিযানে নামেন সেনাবাহিনীর সদস্যেরা।
সেনার তরফে জানানো হয়েছে, যৌথ বাহিনী কাদ্দের এলাকায় অভিযান শুরু করার পরেই উল্টো দিক থেকে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। প্রত্যাঘাত করে যৌথ বাহিনীও। শেষমেশ গুলির লড়াইয়ে হার মানে জঙ্গিরা। নিহত হয় পাঁচ জন। তবে ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এখনও তল্লাশি অভিযান চলছে।
প্রসঙ্গত, বেশ কয়েক মাস ধরে কাশ্মীরে জঙ্গিদের গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে। বিক্ষিপ্ত ভাবে হামলার ঘটনাও ঘটাচ্ছে তারা। গত মাসেই অনন্তনাগ এবং খানইয়ারে তিন জঙ্গিকে নিকেশ করেছিলেন নিরাপত্তাবাহিনীর সদস্যেরা। তার আগে গত ২০ অক্টোবর জঙ্গিরা এক চিকিৎসক-সহ সাত জনকে গুলি করে হত্যা করে। একের পর এক জঙ্গি হামলার ঘটনা প্রসঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সম্প্রতি জানিয়েছিলেন, নতুন সরকারকে বিপদে ফেলার জন্যই এই ধরনের জঙ্গি হামলা ঘটতে পারে। এই নিয়ে ‘নিরপেক্ষ তদন্তও’ দাবি করেন তিনি।