Lighting

Lightning: বজ্রপাতে পাঁচ জনের মৃত্যু ছত্তীসগঢ়ে, প্রাণ হারাল ২৩টি ভেড়াও

বজ্রাঘাতে ছত্তীসগঢ়ের জাঞ্জগির-চম্পা জেলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চার জন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০২২ ১২:০৭
Share:

প্রতীকী ছবি।

বজ্রপাতে ছত্তীসগঢ়ের জাঞ্জগির-চম্পা জেলায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। প্রাণ হারিয়েছে ২৩টি ভেড়াও।

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। ওই জেলার পাঁচটি গ্রামে বজ্রপাতে প্রাণহানির ঘটনা ঘটেছে।

Advertisement

মৃতরা হলেন কিয়ারি গ্রামের শ্যাম কুমারি (১৮), অনিল যাদব (৩০), মধুবা গ্রামের মহেশ ডোংরে (৫৬), চোরভাত্তি গ্রামের দিলীপ যাদব (৫০), সিওনি গ্রামের বিজয় রাঠোর। পামগড় এলাকায় সেমারিয়া গ্রামে বজ্রাঘাতে ২৩টি ভেড়ার মৃত্যু হয়েছে বলেও সংবাদসংস্থা সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement