Uttarakhand

কেদারনাথ যাওয়ার পথে গাড়ির উপর ধস, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু পাঁচ তীর্থযাত্রীর

বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ধস নামে। ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় তীর্থযাত্রীদের গাড়ি। তার জেরে পাঁচ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

দেহরাদূন শেষ আপডেট: ১২ অগস্ট ২০২৩ ১২:১৬
Share:

রুদ্রপ্রয়াগে ধস। ঘটনাস্থলে উদ্ধারকারী দল। ছবি: পিটিআই।

কেদারনাথ যাওয়ার পথে অঘটন। ধসের কারণে মৃত্যু হল পাঁচ তীর্থযাত্রীর। বৃহস্পতিবার রাতে উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে ধস নামে। ধ্বংসস্তূপে চাপা পড়ে যায় তীর্থযাত্রীদের গাড়ি। তার জেরে পাঁচ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার তাঁদের দেহ উদ্ধার করা হয়েছে। শনিবার এই ঘটনার কথা প্রকাশ্যে এসেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গুপ্তকাশী-গৌরীকুণ্ড মহাসড়কে তারসালির কাছে ধস নামে। রাস্তার ৬০ মিটার অংশ ধসে গিয়েছে। পাহাড় থেকে পাথর, মাটি এসে পড়ে তীর্থযাত্রীদের গাড়ির উপর। তার জেরেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃতদের মধ্যে তিন জন গুজরাতের বাসিন্দা। বাকি দু’জন হরিদ্বারের বাসিন্দা।

খবর পেয়েই ঘটনাস্থলে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। শুরু হয় উদ্ধারকাজ। কিন্তু বৃষ্টির জেরে ব্যাহত হয়েছিল উদ্ধারকাজ। শুক্রবার দেহগুলি উদ্ধার করা হয়। চলতি বছরে বর্ষার মরসুমে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় ধস নেমেছে। ধসের কারণে বিভিন্ন রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement