India-Sri Lanka Conflict

ভারতীয় মৎস্যজীবীদের নির্বিচারে গুলি শ্রীলঙ্কা নৌসেনার! কলম্বোর রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

শ্রীলঙ্কা সেনার হামলায় জখম হয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জখম পাঁচ জন-সহ মোট ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ ১৬:২২
Share:
Five Indian fishermen sustained injuries, after the Sri Lankan Navy opened fire at them

পক প্রণালিতে ভারতীয় মৎস্যজীবীরা। ছবি: পিটিআই।

পক প্রণালীতে আবার শ্রীলঙ্কার নৌসেনার হামলার শিকার হলেন ভারতীয় মৎস্যজীবীরা। জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় নির্বিচারে গুলি চালায় লঙ্কা ফৌজ। হামলায় গুরুতর জখম হয়েছেন পাঁচ জন। জখম পাঁচ জন-সহ মোট ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়েছে।

Advertisement

বিদেশ মন্ত্রক সূত্রের খবর, আহত মৎস্যজীবীরা শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। জাফনার ভারতীয় কনসুলেট তাঁদের চিকিৎসা তত্ত্বাবধান করছে। পক প্রণালীতে শ্রীলঙ্কার ডেল্ফট দ্বীপের (স্থানীয় নাম নেদুনতিভু) অদূরে মঙ্গলবার ভোরে ওই হামলা চালায় শ্রীলঙ্কা নৌসেনা। ঘটনার জেরে আবার উত্তাপ ছড়িয়েছে নয়াদিল্লি-কলম্বো কূটনৈতিক সম্পর্কে। মঙ্গলবার ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনারকে তলব করে ঘটনার ব্যাখ্যা চেয়েছে বিদেশ মন্ত্রক।

গত বছরও কচ্চতিভু দ্বীপের উত্তরে শ্রীলঙ্কার নৌবাহিনীর টহলদারি জাহাজ ভারতীয় মৎস্যজীবীদের একটি নৌকা নিশানা করে গুলি চালিয়েছিল। ওই ঘটনায় দু’জন নিহত হয়েছিলেন। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন ন্যাশনাল পিপল্‌স পাওয়ার (এনপিপি) নামের বাম জোটের নেতা অনুরাকুমার দিশানায়েক। সে দেশের রাজনীতিতে তিনি ‘ভারতবিরোধী’ এবং ‘চিনপন্থী’ হিসাবে পরিচিত। তার পর থেকেই আর্থিক সমস্যায় জর্জরিত দ্বীপরাষ্ট্রে নতুন করে ভারত-বিরোধী জিগির সৃষ্টির চেষ্টা শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement