Data Analysis courses 2025

ডেটা অ্যানালিসিস সংক্রান্ত বিশেষ কোর্স করার সুযোগ, ক্লাস হবে কোথায়? খরচ কত?

এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বায়ো মেডিক্যাল, লাইফ সায়েন্সেস শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৫ ১৪:৩৭
Share:
AIIHPH is offering Two-day training programme on Jamovi for Data Analysis.

প্রতীকী চিত্র।

ডেটা অ্যানালিসিস বা তথ্য বিশ্লেষণের ক্ষেত্রে ‘জামোভি’র প্রয়োগ সম্পর্কিত বিষয়ে বিশেষ কোর্স করার সুযোগ। এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বায়ো মেডিক্যাল, লাইফ সায়েন্সেস শাখার যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। কোর্সের নাম ‘ইন্ট্রোডাকশন টু জামোভি ফর ডেটা অ্যানালিসিস’।

Advertisement

কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেল্‌থের তরফে এই কোর্সের ক্লাস করানো হবে। মোট ১২ জনকে নিয়ে শুরু হবে ক্লাস। কোর্স ফি হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। এই কোর্সটি মেডিক্যাল রিসার্চার কিংবা সমতুল্য বিভাগে কর্মরত ব্যক্তিরাও করার সুযোগ পাবেন।

‘জামোভি’ তথ্য বিশ্লেষণের জন্য ব্যবহৃত একটি ওপেন-সোর্স স্ট্যাটিস্টিক্যাল সফট্অয়্যার প্ল্যাটফর্ম, যার সাহায্যে ডেটা ভিস্যুয়ালাইজ়েশন এবং ইন্টিগ্রেশনের কাজ আরও সহজে এবং দ্রুততার সঙ্গে সম্পূর্ণ করা যায়। এর সাহায্যে মেডিক্যাল বিভাগের তথ্য বিশ্লেষণ কী ভাবে করতে হবে, ফিল্টারিং, ডেটা এন্ট্রির বিভিন্ন বিষয় শেখানো হবে সংশ্লিষ্ট কোর্সে।

Advertisement

কোর্সের ক্লাস ১৫ মে থেকে ১৬ মে পর্যন্ত হবে। অংশগ্রহণকারীদের প্রতিষ্ঠানের মেন ক্যাম্পাসের কম্পিউটার ল্যাবে উপস্থিত থাকতে হবে। অনলাইনে একটি ফর্ম পূরণ করে আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। আবেদনের শেষ দিন ৫ মে। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ইমেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement