ধস সরিয়ে উদ্ধারকাজ চলছে। ছবি: এপি।
তুষার ধসে চাপা পড়লেন আরও ৫ সেনা। শনিবার সকালে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার মছিল সেক্টরে দুর্ঘটনাটি ঘটে। উদ্ধারকার্য চলছে।
সেনা মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, এই পাঁচ সেনাই ৫৬ রাষ্ট্রীয় রাইফেলের অধীন। তাঁরা মছিল সেক্টরে সেনা পোস্টে কর্মরত ছিলেন। তিনি জানান, তুষার ধসের খবর পাওয়া মাত্রই সেনার একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। বরফ সরিয়ে সেনাদের উদ্ধারের কাজ চলছে। তবে তাঁরা কী অবস্থায় ধসে চাপা পড়ে রয়েছেন তা এখনও জানা যায়নি বলে তিনি জানান।
কয়েকদিন ধরেই উপত্যকার বিভিন্ন এলাকা জুড়ে লাগাতার ধসে ক্রমশ মৃতের সংখ্যা বেড়ে চলেছে। শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৩। তার মধ্যেই গতকাল এক সেনাকে জীবিত উদ্ধার করা হয়।
আরও পড়ুন: বরফ খুঁড়ে উদ্ধার মেজর, উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩