উত্তর ত্রিপুরার যুবরাজনগরের সভায় ফিরহাদ হাকিম। রবিবার। নিজস্ব চিত্র
ত্রিপুরার উপনির্বাচনের জন্য আগামিকাল ফের প্রচার করার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তার আগে আজ উত্তর ত্রিপুরার যুবরাজনগরে এক সভায় বিজেপি-সিপিএমকে একই সঙ্গে বিঁধলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম।
আজ যুবরাজনগরের সভায় ফিরহাদ বলেন, ২০১৮ সালে ত্রিপুরার বিধানসভা নির্বাচনে দিল্লি থেকে অমিত শাহ-সহ বিজেপির নেতারা এসে প্রচার করেছিলেন। তখন সিপিএম কার্যত বিজেপির কাছে আত্মসমর্পণ করেছিল। ফলে ত্রিপুরা চলে যায় বিজেপির হাতে। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও একই ভাবে দিল্লি থেকে বিমানে এসে প্রচার করেন নরেন্দ্র মোদী, অমিত শাহেরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল চাপের মুখেও হার স্বীকার করেননি। তিনি লড়াই করে বিজেপিকে হারিয়ে দেখিয়ে দিয়েছেন যে সেটা করা সম্ভব। ত্রিপুরাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শীঘ্রই পালাবদল ঘটবে।
তৃণমূল জানিয়েছে, ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন অভিষেক। তিনি কাল সকাল এগারোটায় আগরতলার একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করবেন। বিকেল চারটেয় বক্তৃতা দেবেন সুরমা বিধানসভা কেন্দ্রের শান্তির বাজারে এক জনসভায়।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।