Mumbai Film City

মুম্বইয়ের ফিল্ম সিটিতে আগুন, পুড়ে ছাই জনপ্রিয় সিরিয়ালের সেটের অংশ, হতাহতের খবর নেই

শুক্রবার মুম্বইয়ের গোরেগাঁওয়ের ফিল্ম সিটিতে স্টুডিয়োয় শুটিং চলছিল একটি সিরিয়ালের। সেই সময়ই আগুনের খবর জানা যায়। দমকলের চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে এসেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ মার্চ ২০২৩ ১৮:২৬
Share:

আগুনে স্টুডিয়োর বিরাট অংশ পুড়ে গেলেও হতাহতের কোনও খবর নেই। ছবি: টুইটার।

মুম্বইয়ের ফিল্ম সিটিতে একটি স্টুডিয়োয় আগুন। শুক্রবার বিকেলে গোরেগাঁওয়ের ফিল্ম সিটির স্টুডিয়োটিতে যখন আগুন লাগে তখন সেখানে একটি সিরিয়ালের শুটিং চলছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যায় দমকল। আগুনে স্টুডিয়োর বিরাট অংশ পুড়ে গেলেও হতাহতের কোনও খবর নেই।

Advertisement

মুম্বইয়ের গোরেগাঁওতে রয়েছে একাধিক স্টুডিয়ো। বছরের বেশির ভাগ দিনই সেই সব স্টুডিয়োয় দিনরাত চলে শুটিং। শুক্রবার বিকেলে তেমনই এক স্টুডিয়োতে চলছিল দৈনিক সিরিয়াল ‘গুম হ্যায় কিসি কে প্যার মে’-র শুটিং। কাজ চলাকালীনই সেখানে আগুন লেগে যায়। দমকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশে। দমকল সূত্রে খবর, বিকেল সাড়ে চারটে নাগাদ তাঁরা অগ্নিকাণ্ডের খবর পান। তার পর শুরু হয় আগুন নেভানোর কাজ। দমকল সূত্রে খবর, আগুন স্টুডিয়োর অন্যান্য তলে ছড়িয়ে পড়তে পারেনি। দমকলের বেশ কিছু ক্ষণের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে আগুনে নীচের তলার ২ হাজার বর্গফুটের স্টুডিয়োর ক্ষতি হয়েছে।

Advertisement

তবে অসমর্থিত সূত্রের খবর, আগুন উপরের তলে না পৌঁছলেও আশপাশের কয়েকটি স্টুডিয়ো ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকল আসার আগে নিজেরাই অগ্নিনির্বাপনের কাজে নামেন ফিল্ম সিটির কর্মীরা। কী ভাবে আগুন লাগল তা খতিয়ে দেখছে দমকল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement