Delhi

মধ্য দিল্লির বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।  তবে আগুন লাগার কারণ জানা যায়নি এখনও পর্যন্ত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৪:৩৭
Share:

হোটেলের একতলার ঘরে আগুন লাগে।—প্রতীকী ছবি।

নয়াদিল্লির বিলাসবহুল হোটেলে অগ্নিকাণ্ড। সোমবার সকালে অশোক রোডের ‘রয়াল প্লাজা হোটেল’-এর একতলায় আগুন লাগে। তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় দমকলের ৫টি ইঞ্জিন। ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কেউ হতাহত হয়নি।

Advertisement

সকাল সাড়ে ১১টা নাগাদ আচমকাই হোটেলের একতলার একটি ঘরে আগুন লাগে। দমকলবাহিনীর কাছে খবর পৌঁছয় ১১টা বেজে ৪০ মিনিটে। খবর পেয়েই সেখানে হাজির হয় তাদের ৫টি ইঞ্জিন। দুপুর দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

মধ্য দিল্লির যেখানে ওই হোটেলটি অবস্থিত, সেটি হাই সিকিওরিটি জোনের মধ্যে পড়ে। সেখান থেকে তথ্যপ্রযুক্তি মন্ত্রকের সদর দফতরের দূরত্ব মাত্র ৪০০ মিটার। তাই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় দমকলবাহিনী। আগুন লাগার কারণ জানা যায়নি এখনও পর্যন্ত।

Advertisement

আরও পড়ুন: ভোট চলাকালীন মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই ছত্তীসগঢ়ের বিজাপুরে, আহত ২ জওয়ান​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement