আগুনে ঝলসে মৃত পাঁচ।
উত্তরপ্রদেশের মোরাদাবাদে একটি বিয়ে বাড়িতে আগুন। মারা গেলেন পাঁচ জন। মৃতদের মধ্যে রয়েছেন তিন শিশু এবং দুই মহিলা।
বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মোরাদাবাদের তিন তলা ওই বিয়ে বাড়িতে আগুন লাগে। জানা গিয়েছে, শর্ট সার্কিটের কারণেই আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগন নিয়ন্ত্রণে আনে।
দমকলের আগেই উদ্ধারকাজে নামেন স্থানীয়রা। তাঁদের তৎপরতায় সাত জনকে উদ্ধার করা গিয়েছে। যদিও পাঁচ জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ। বিয়ে বাড়িতে আগুন নেভানোর উপযুক্ত ব্যবস্থা ছিল কিনা, তাও দেখছে প্রশাসন।