Tata Electronics Factory

তামিলনাড়ুর হোসুরে টাটা ইলেকট্রনিক্সের কারখানায় আগুন! দ্রুত সরানো হল দেড় হাজার কর্মচারীকে

পুলিশ জানিয়েছে, টাটা ইলেকট্রনিক্সের ওই কারখানায় মোবাইল ফোন উৎপাদন বিভাগে শনিবার সকালে প্রথম আগুন লাগে। পরে তা কারখানার অন্যত্র ছড়িয়ে পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৫
Share:

আগুনে বিধ্বস্ত টাটার কারখানা। ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুর হোসুরে টাটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার সকালে আগুন লাগার খবর পেয়েই দ্রুত খালি করা হয় কারখানা। ঘটনাস্থলে দমকলের প্রায় দু’ডজন ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে।

Advertisement

পুলিশ জানিয়েছে, টাটা ইলেকট্রনিক্সের ওই কারখানায় মোবাইল ফোন উৎপাদন বিভাগে প্রথম আগুন লাগে। পরে তা কারখানার অন্যত্র ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১১টা পর্যন্তও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কোনও প্রাণহানির ঘটনা না ঘটলেও ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে দমকল বিভাগের অনুমান। অগ্নিকাণ্ডের ‘কারণ’ও অনুসন্ধান করছে তারা।

টাটা ইলেকট্রনিক্সের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, আগুন লাগার সময় কারখানায় দেড় হাজার কর্মচারী কাজ করছিলেন। দ্রুত ‘আপৎকালীন নিরাপত্তা বিধি’ মেনে তাঁদের সকলকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক ভাবে প্রশিক্ষিত কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। কিছু ক্ষণের মধ্যেই পৌঁছে যান দমকল কর্মীরা। টাটা ইলেকট্রনিক্সের মুখপাত্রের ঘোষণা, ‘‘আমরা আমাদের কর্মচারী এবং অন্যান্য স্টেকহোল্ডারদের স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement