Mumbai

ফের আগুনের গ্রাসে মুম্বইয়ের বহুতল, অনেকের আটকে পড়ার আশঙ্কা

এ দিন সন্ধে সাতটা দশ নাগাদ পশ্চিম ভিলে পার্লের ‘লাভ শ্রীবল্লী’ নামে একটি বহুতলে আগুন লাগে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৯ ২১:১৬
Share:

মুম্বইয়ের বহুতলে অগ্নিকাণ্ড। ছবি: টুইটার

ভর সন্ধেয় বিধ্বংসী আগুনের গ্রাসে মুম্বইয়ের বহুতল। রবিবার, পশ্চিম ভিলে পার্লের একটি আবাসনে আচমকা আগুন লেগে যায়। সেখানে অনেকে আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকল বাহিনী। আটকে পড়া বহুতলবাসীদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন তাঁরা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, এ দিন সন্ধে সাতটা দশ নাগাদ পশ্চিম ভিলে পার্লের ‘লাভ শ্রীবল্লী’ নামে একটি বহুতলে আগুনের লেলিহান শিখা দেখতে পান তাঁরা। সেই সঙ্গে ওই আবাসন থেকে গল গল করে কালো ধোঁয়াও বেরোতে থাকে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। এর পর একে একে ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। জানা যায়, তেরো তলা ওই আবাসনের সাত এবং আট নম্বর তল দুটি আগুনের গ্রাসে। আর সেখানেই ওই বহুতলের কয়েক জন বাসিন্দা আটকে পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দমকল বাহিনীর সদস্যরা তাঁদের উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন।

Advertisement

এর আগেও মুম্বইয়ে একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ডিসেম্বরের শুরুতেই মুম্বইয়ের একটি বারো তলা বাড়িতে আগুন লাগে। সেখান থেকে ২০ জনকে উদ্ধার করে দমকল বাহিনী। গত অক্টোবর মাসে একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আগুন লেগে মৃত্যু হয় এক যুবকের। তাতে জখম হন ছ’জন। ২০১৭ সালে মুম্বইয়ের কমলা মিলস কম্পাউন্ডে ছাদের উপরে থাকা একটি রেস্তোরাঁয় আগুন লেগে সতেরো জনের মৃত্যু হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement