Mahakaleshwar Temple Fire

উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ড, হোলির আরতির সময় আগুন, আহত ১৪ পুরোহিত

উজ্জয়িনীর জেলাশাসক নীরজ সিং সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘গর্ভগৃহে ভস্ম আরতির সময় আগুন লেগে যায়। ঘটনায় তেরো জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৪ ০৯:৩৬
Share:

আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকেছে মন্দিরের গর্ভগৃহ। ছবি: এক্স (সাবেক টুইটার)।

মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ড। আগুন লাগার ঘটনায় এক প্রধান পুরোহিত-সহ কমপক্ষে ১৪ জন পুরোহিত আহত হয়েছেন। হোলি উপলক্ষে মন্দিরের গর্ভগৃহে ভস্ম আরতির সময় আগুন ধরে যায় বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই। আহত পুরোহিতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তবে কারও মৃত্যুর খবর এখনও প্রকাশ্যে আসেনি।

Advertisement

উজ্জয়িনীর জেলাশাসক নীরজ সিংহ সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ‘‘গর্ভগৃহে ভস্ম আরতির সময় আগুন লেগে যায়। ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ’’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভস্ম আরতির আগুনে আবির ছোড়ার কারণে আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। পুরোহিতদের অনেক আরতির কাছে ছিলেন। তাঁরা আহত হন। গর্ভগৃহ কালো ধোঁয়ায় ঢেকে যায়। পুণ্যার্থীরা দৌড়ে বাইরে বেরিয়ে যান। এর পর আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement