Delhi Assembly Election

৬২.৫ শতাংশ, ২৪ ঘণ্টা পর দিল্লির ভোটের হার জানাল কমিশন

রবিবার সন্ধ্যায় দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী অফিসার রণবীর সিংহ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ২০:০১
Share:

গতকাল ভোটের লাইনে দিল্লিবাসী। ছবি: পিটিআই।

ভোটগ্রহণের পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। এত ক্ষণে দিল্লি নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, তা প্রকাশ করল নির্বাচন কমিশন। শনিবার নির্বাচনের দিন রাজধানীতে ৬২.৫৯ শতাংশ ভোট পড়েছে বলে জানাল তারা, যা গত বিধানসভা নির্বাচনের চেয়ে কম (৬৭.৫%)।

Advertisement

রবিবার সন্ধ্যায় দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী অফিসার রণবীর সিংহ। তিনি জানান, কোন নির্বাচনী কেন্দ্রে কত ভোট পড়েছে, সেই হিসাব মিলিয়ে দেখতে সময় লেগেছে। তার জন্যই কত শতাংশ ভোট পড়ছে, তা জানাতে দেরি হয়েছে।

কত শতাংশ ভোট পড়েছে, তা নিয়ে এই বিলম্বের জেরে ইতিমধ্যেই তোপের মুখে পড়তে হয়েছে নির্বাচন কমিশনকে। প্রকাশ্যে তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তা নিয়ে প্রশ্ন করলে রণবীর সিংহ বলেন, ‘‘কোথায় কত ভোট পড়েছে, রিটার্নিং অফিসাররাই তার রিপোর্ট দেন। রাত ভর তা নিয়ে ব্যস্ত ছিলেন তাঁরা। তার পর হিসাব মেলাতে বসেছিলেন। কাকেই অনেকটা সময় লেগে গিয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ কাজ সঠিক ভাবে হওয়াটাই উচিত।’’

Advertisement

আরও পড়ুন: শকিং! কমিশন করছে টা কী? ভোটের হার না জানানোয় তোপ কেজরীবালের​

আরও পড়ুন: জঙ্গি তৎপরতাতেও জনতাকে বাইরে আনতে পারেন, ওমরকে বন্দি করার পিছনে যুক্তি কেন্দ্রের​

শনিবার বল্লিমারানেই সবচেয়ে বেশি ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সেখানে ৭১.৬ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে দিল্লি ক্যান্টনমেন্টে। সেখানে ভোট পড়েছে মাত্র ৪৫.৪ শতাংশ। তবে লোকসভা নির্বাচনের চেয়ে এ বারে রাজধানীতে ২ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement