Farmers Protest

পারলে গ্রেফতার করুন: তেজস্বী

অতিমারির মধ্যে অনুমতি ছাড়া বিক্ষোভ দেখানোয় আরজেডি নেতা তেজস্বী যাদব ও বিরোধী জোটের আরও ১৮ জন নেতার বিরুদ্ধে এফআইআর করে নীতীশ সরকার। 

Advertisement

সংবাদ সংস্থা

পটনা শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২০ ০৩:৪৮
Share:

তেজস্বী যাদব

কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় এফআইআর নিয়ে নীতীশ কুমারকে তোপ দাগলেন তেজস্বী যাদব। তাঁর চ্যালেঞ্জ, পারলে নীতীশ সরকার তাঁকে গ্রেফতার করুক। অনুমতি না থাকা সত্ত্বেও গত কাল কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকারী কৃষকদের সমর্থনে পটনার গাঁধী ময়দানে বিক্ষোভ দেখায় আরজেডি-সহ বিরোধী জোটের দলগুলি। অতিমারির মধ্যে অনুমতি ছাড়া বিক্ষোভ দেখানোয় আরজেডি নেতা তেজস্বী যাদব ও বিরোধী জোটের আরও ১৮ জন নেতার বিরুদ্ধে এফআইআর করে নীতীশ সরকার।

Advertisement

আজ তেজস্বী বলেন, ‘‘কৃষকদের পক্ষে কথা বলায় এক কাপুরুষ মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন বিহার সরকার আমাদের বিরুদ্ধে এফআইআর করেছে। ক্ষমতা থাকলে আমাদের গ্রেফতার করুন। না করলে আমি আত্মসমর্পণ করব। কৃষকদের জন্য আমি ফাঁসিতে ঝুলতেও রাজি।’’ তেজস্বীর দল আরজেডি-র তরফেও দাবি করা হয়েছে, ‘‘তেজস্বীর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ হয়েছে। কৃষকদের হয়ে লড়তে নেমে আমরা এমন এক হাজার এফআইআরের জন্যও তৈরি।’’ গত কাল পটনার বিজেপি দফতরের একটি ছবিও টুইট করে আরজেডি। তাতে দেখা যাচ্ছে, বিজেপির দফতরে এক সভায় কেউ দূরত্ববিধি মানছেন না। আরজেডি জানায়, ওই বৈঠকে খোদ স্বাস্থ্যমন্ত্রী হাজির ছিলেন। বিজেপি নেতারা বিরোধীদের বিক্ষোভ প্রদর্শনে বাধা দিচ্ছেন কিন্তু কোভিড বিধি মানছেন না।

আরও পড়ুন: কালকের ভারত বন্‌ধ ঘিরে ঐক্যের চেষ্টা ছত্রভঙ্গ বিরোধী শিবিরের

Advertisement

আরও পড়ুন: করোনার টিকার বিশেষজ্ঞ গোষ্ঠীকে নিয়ে তথ্য ‘জানে না’ কেন্দ্র

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement