অমিত শাহ। গ্রাফিক- শৌভিক দেবনাথ।
পাঁচ দফা আলোচনার পরেও আন্দোলনে অনড় কৃষকরা। ষষ্ঠ দফার আলোচনা হওয়ার কথা বুধবার। তার আগে আজ মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে চাইলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আলোচনার জন্য কৃষকদের ডেকেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কৃষকরাও আলোচনায় যোগ দেবেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর, কৃষক নেতা রাকেশ টিকায়েতকে ফোন করে আলোচনার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। টিকায়েতও সে কথা স্বীকার করে জানান, ‘‘আমাকে অমিত শাহ ফোন করেছিলেন। বৈঠকে বসার আর্জি জানিয়েছেন। আমাদের সন্ধ্যা ৭টায় ডাকা হয়েছে।’’ আন্দোলনকারী কৃষকরা আলোচনায় যাবেন বলেও জানিয়েছেন তিনি।
কৃষকদের ডাকে মঙ্গলবারই সারা দেশে বন্ধ পালিত হয়েছে। ভাল সাড়াও মিলেছে সেই বন্ধে। অন্য দিকে ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে আগামিকাল বুধবার ষষ্ঠ দফা আলোচনায় বসার কথা কৃষকদের। তার আগে অমিত শাহের নিজে উদ্যোগী হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।