Farmers Protest

প্রয়োজন রয়েছে কৃষি আইন সংশোধনের, মত অমর্ত্যর

কৃষকদের পাশাপাশি বিষয়টি যে কেন্দ্রীয় সরকারের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা-ও মনে করিয়ে দিয়েছেন অমর্ত্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ০৮:৩২
Share:

—ফাইল চিত্র।

নতুন কৃষি আইন নিয়ে যথেষ্ট পর্যালোচনার অবকাশ রয়েছে। কৃষকদের দুশ্চিন্তা লাঘব করতে তাঁদের ছাড়েরও ব্যবস্থা করা প্রয়োজন। এমনকি এই আইনগুলি পর্যাপ্ত সংশোধনেরও প্রয়োজনীয়তা রয়েছে। এমনটাই মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন

Advertisement

সোমবার বস্টন থেকে একটি টেলিভিশন চ্যানেলে অমর্ত্য বলেন, “এই বিষয়টির যে অবিলম্বে সমাধান হয়ে যাবে, এমন নয়। তবে এ নিয়ে গুরুতর আলোচনার অবকাশ রয়েছে। সেই সঙ্গে কৃষকদের দুশ্চিন্তা প্রশমিত করার জন্য ছাড়েরও প্রয়োজনীয়তা রয়েছে।’’ সংবাদ সংস্থার কাছে দেওয়া অন্য একটি সাক্ষাৎকারেও অমর্ত্যের কণ্ঠে একই সুর শোনা গিয়েছে। তিনি বলেন, ‘‘কৃষি আইনগুলি অবশ্যই যথেষ্ট মাত্রায় সংশোধন জরুরি। তবে তার আগে এ নিয়ে সঠিক ভাবে আলোচনার প্রয়োজন।’’

দিল্লির সীমানায় মাসখানেক ধরে তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন করছেন কৃষকেরা। দফায় দফায় বৈঠকের পরেও এ নিয়ে কোনও সমাধানসূত্র মেলেনি। অমর্ত্যের মতে, “কৃষি আইনগুলি কৃষকদের জীবনের সঙ্গে জড়িত অত্যন্ত গুরুতর বিষয়।” কৃষকদের পাশাপাশি বিষয়টি যে কেন্দ্রীয় সরকারের কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ, তা-ও মনে করিয়ে দিয়েছেন অমর্ত্য। তাঁর কথায়, ‘‘গোটা বিষয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও স্বার্থ জড়িত। তা সত্ত্বেও কৃষকদের সঙ্গে আলোচনার সময় বাস্তববাদী হওয়া উচিত সরকারের। কৃষকদের নামমাত্র ক্ষতিপূরণ দিয়ে আশা করা যায় না যে তাঁরা আলোচনার টেবিলে বসবেন।’’

Advertisement

আরও পড়ুন: ‘লভ’-এর মধ্যে ‘জিহাদ’ থাকতে পারে না, ধর্মান্তরণ আইন নিয়ে একহাত নিলেন অমর্ত্য সেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement