যোগীরাজ্যে বিজেপি-র বিরুদ্ধে প্রচারে নামছেন কৃষকরা ছবি সৌজন্যে রয়টার্স।
উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-র বিরুদ্ধে প্রচার করবেন কৃষকরা। রবিবার মুজফ্ফরনগরে বৈঠকে তেমনটাই সিদ্ধান্ত নিয়েছে বহু কৃষক সংগঠন।
বৈঠক শেষে কৃষকদের মুখপাত্র বলেন, ‘‘কেন্দ্র বলছে কয়েক জন কৃষক প্রতিবাদ করছেন। ওদের দেখাতে চাই আসলে কত কৃষক রয়েছেন। আমরা এমন আওয়াজ তুলব যে সেটা সংসদে বসে শোনা যাবে।’’ কৃষক নেতা রাকেশ টিকাইত বলেন, ‘‘যদি সরকার আমাদের সমস্যা বোঝে তা হলে ভাল। না হলে দেশ জুড়ে এই ধরনের বৈঠক হবে। দেশ যাতে বিক্রি না হয়ে যায়, কৃষক, শ্রমিক ও যুব সম্প্রদায় যাতে বেঁচে থাকতে পারে সে দিকে আমাদের নজর রাখতে হবে।’’
বৈঠকে কৃষকরা সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আগামী বছর উত্তরপ্রদেশে নির্বাচনের আগে যোগী আদিত্যনাথ ও তাঁর সরকারের বিরুদ্ধে প্রচার চালানো হবে। শুধু উত্তরপ্রদেশ নয়, গোটা দেশ জুড়ে এই রকমের প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে আগামী ২৭ সেপ্টেম্বর দেশ জুড়ে ধর্মঘটের পরিকল্পনা করেছেন কৃষকরা।