প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।
দিল্লির সীমানায় এক বছরের কৃষক আন্দোলন নরেন্দ্র মোদীকে উত্তরপ্রদেশ নির্বাচনের মুখে তিন কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল। আজ সেই কৃষক সংগঠনের নেতারা জানিয়ে দিলেন, আগামী লোকসভা নির্বাচনে তাঁরা বিরোধীর ভূমিকা পালন করবেন। কৃষক সংগঠনগুলির মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা ইতিমধ্যেই কর্নাটকের ভোটে বিজেপিকে হারানোর ডাক দিয়েছে। আজ মোর্চা ঘোষণা করেছে, চলতি বছরের শেষে রাজস্থান, ছত্তীসগঢ়, মধ্যপ্রদেশ, তেলঙ্গানার বিধানসভা ভোটের আগে তাঁরা রাজ্যে রাজ্যে মোদী সরকারের কর্পোরেটমুখী, কৃষক-বিরোধী নীতির বিরুদ্ধে যাত্রায় বের হবেন। ভোটমুখী রাজ্যগুলিতে বিশেষ ভাবে জোর দেওয়া হবে।
তিন কৃষি আইন প্রত্যাহার হলেও ফসলের ন্যূনতম দামের গ্যারান্টি আইনের মতো দাবি এখনও মেটেনি। আজ দিল্লিতে মোর্চার শীর্ষ নেতাদের বৈঠকের পরে মোর্চা নেতা যোগিন্দর সিংহ উগ্রহণ জানিয়েছেন, কৃষকদের মোর্চা সরকারের বিরোধীর ভূমিকা নেবে। মে মাস থেকেই আন্দোলনের কথা ঘোষণা করে কৃষক নেতা দর্শন পাল বলেন, ‘‘লোকসভা ভোটের আগে আন্দোলনের তাপ এত বাড়বে যে দাবি না মানলে মোদী সরকারই নিজের হাত পোড়াবে।’’ মোর্চা নেতা হান্নান মোল্লার দাবি, ‘‘যন্তর মন্তরে আন্দোলনরত কুস্তিগির ও প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিককে সংযুক্ত কিসান মোর্চা সমর্থন জানাচ্ছে।’’