—ফাইল চিত্র।
কৃষি বিলের বিরোধিতা করতে গিয়ে সংসদ থেকে সাসপেন্ড হতে হয়েছে তাঁকে। বিজেপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে এ বার সেই ডেরেক ও’ব্রায়েনকেই প্রশংসা ভরিয়ে দিল এনডিএ ছেড়ে সদ্য বেরিয়ে আসা শিরোমণি অকালি দল। জানিয়ে দিল, কৃষি বিলের বিরোধিতায় ডেরেকের অবস্থানে সমর্থন রয়েছে তাদের।
কৃষি বিল নিয়ে বিরোধিতার জেরে শনিবারই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবির ছেড়ে বেরিয়ে এসেছে অকালি দল। রবিবার তাদের এই সিদ্ধান্তে সমর্থন জানিয়ে টুইটারে ডেরেক লেখেন, ‘‘সুখবীর সিংহ বাদল এবং শিরোমণি অকালি দলের কৃষকদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করছি আমরা। কৃষকদের অধিকারের জন্য লড়াই তৃণমূলের ডিএনএ-র সঙ্গে মিশে রয়েছে।’’
সিঙ্গুর আন্দোলনের প্রসঙ্গ টেনে ডেরেক আরও লেখেন, ‘‘২০০৬ সালে কৃষকদের অধিকার রক্ষায় ২৬ দিনব্যাপী ঐতিহাসিক অনশন চালিয়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষি বিল ২০২০-রও তীব্র বিরোধিতা করছি আমরা। কারণ এটি রাজ্যের ভূমিকা, ন্যূনতম সহায়ক মূল্য এবং ফসল কেনাবেচার পক্ষে বিপজ্জনক।’’
আরও পড়ুন: রাজ্যসভায় কৃষি বিল সঙ্ঘাত, ফারাক সরকারি বয়ান আর ভিডিয়ো ফুটেজে
আরও পড়ুন: চিনে ট্রায়াল শেষ না করেই করোনা টিকা মানুষকে! চাঞ্চল্যকর রিপোর্ট
এই টুইটের প্রত্যুত্তরেই ডেরেকের প্রশংসা করেন শিরোমণি অকালি দলের সভাপতি সুখবীর সিংহ বাদল। তিনি লেখেন, ‘‘ডেরেক, কৃষি বিলের বিরুদ্ধে আপনার অবস্থান সর্বজনবিদিত। পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।’’
গত সপ্তাহে ধ্বনি ভোটে কৃষি বিল পাশ নিয়ে রাজ্যসভায় ধুন্ধুমার বাধে। সেখানে ওয়েলে নেমে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণের হাত থেকে মাইক ছিনিয়ে নেওয়া এবং রুলবুক ছিঁড়ে ফেলার অভিযোগ রয়েছে ডেরেকের বিরুদ্ধে। তার জেরে ডেরেক-সহ মোট আট সাংসদকে সাসপেন্ড করা হয়।
তার পর গত কয়েক দিন ধরে দফায় দফায় সংসদ ভবনের বাইরে ধর্নায় বসতে দেখা গিয়েছে বিরোধীদের। ওই আট সাংসদের উপর থেকে সাসপেনশন তুলে না নেওয়ায় সংসদের অধিবেশনও বয়কট করার সিদ্ধান্ত নেন তাঁরা। তাতে অবশ্য অধিবেশন আটকে থাকেনি। বরং বিরোধীদের অনুপস্থিতিতেই একের পর এক বিল পাশ করিয়ে নিয়েছে কেন্দ্র। সেই পরিস্থিতিতেই শনিবার এনডিএ ছেড়ে বেরিয়ে আসে শিরোমণি অকালি দল।