Covid Vaccination

১৮ বছর বয়স? টিকা নিতে চান? আনন্দবাজার ডিজিটালে জেনে নিন কিছু তথ্য

১ মে থেকে দেশে শুরু হবে তৃতীয় দফার টিকাকরণ। এই দফায় ১৮ বছরের বেশি বয়সীরা প্রতিষেধক নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

নয়াদিল্লি শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২১ ২২:২৬
Share:

ছবি—রয়টার্স।

আগামী ১ মে থেকে দেশে শুরু হবে তৃতীয় দফার কোভিড টিকাকরণ। এই দফায় ১৮ বছরের বেশি বয়সিরা প্রতিষেধক নিতে পারবেন বলে সোমবার জানিয়েছে কেন্দ্র। জেনে নিন তৃতীয় দফার টিকাকরণ নিয়ে কিছু তথ্য—

Advertisement

কারা নিতে পারবেন টিকা?

সোমবারে কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, শুধু মাত্র ১৮ বছরের কম বয়সিরা টিকা নিতে পারবেন না। ১৬ জানুয়ারি শুরু হওয়া টিকাকরণের প্রথম দফায় টিকা পেয়েছেন স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির কোভিড যোদ্ধারা। দ্বিতীয় দফায় ৪৫ বছরের বেশি বয়সিরা টিকা পাচ্ছেন। ১ মে থেকে ১৮ বছর বয়স হলেই টিকা নেওয়া যাবে তৃতীয় দফায়।

Advertisement

বয়স্করা যেখান থেকে টিকা নিয়েছেন, সেখান থেকে কি টিকা নেওয়া যাবে?

হ্যাঁ। বাড়ির কাছে যে কোনও টিকাকেন্দ্র থেকে করোনা টিকা নেওয়া যাবে।

টিকা নেওয়ার জন্য আধার কার্ড কি বাধ্যতামূলক?

না। কো-উইন অ্যাপে নাম নথিভুক্ত করার জন্য আধার কার্ড ছাড়াও ব্যবহার করা যাবে ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার কার্ড।

টিকা কি বিনামূল্যে পাওয়া যাবে?

সরকারি হাসপাতালে টিকা বিনামূল্যে দেওয়া হচ্ছে। তবে বেসরকারি হাসপাতাল এবং অন্য টিকা কেন্দ্র থেকে টিকার নিতে হবে নিজের খরচে।

নিজের পছন্দের টিকা কি বেছে নেওয়া যাবে?

না। নিজের পছন্দ মতো টিকা বেছে নেওয়ার সুযোগ এখনও অবধি নেই। সরকারের তরফেও এ ব্যাপারে কিছু জানানো হয়নি।

কোনও টিকার দু’টি ডোজ নেওয়া কি বাধ্যতামূলক?

হ্যাঁ। যে তিনটি টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে কেন্দ্র, সেগুলির ক্ষেত্রে দু’টি ডোজ। তাই যে টিকাই নিন, তার দু’টি ডোজ নিতেই হবে।

কেউ কোভিডে আক্রান্ত হওয়া অবস্থায় টিকা নিতে পারবেন?

না। শরীরে কোভিডের লক্ষণ প্রকাশ পেলে টিকা নেওয়া পিছিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

কোভিড টিকা নেওয়া কি বাধ্যতামূলক?

না। টিকা নেওয়া বাধ্যতামূলক নয়। তবে করোনা সংক্রমণ থেকে রক্ষার জন্য টিকার ব্যবস্থা। সকলকে টিকা নেওয়ার অনুরোধ করা হয়েছে সরকারের তরফে।

টিকা নিতে গেলে কি কো-উইন অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করতেই হবে?

কো-উইন অ্যাপ বা কো-উইন পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করতে হবে। নিজে না করতে পারলে টিকা কেন্দ্রে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement