Agastya Chauhan

৩০০ কিমি বেগে বাইক চালানোর সময় দুর্ঘটনায় মৃত্যু হল জনপ্রিয় ‘ইউটিউবার’ অগস্ত্য চৌহানের

পুলিশ সূত্রে খবর, যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে বাইক চালিয়ে যাচ্ছিলেন অগস্ত্য। অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ মে ২০২৩ ১৮:০৬
Share:

পথদুর্ঘটনায় মৃত্যু হল ‘ইউটিউবার’ অগস্ত্য চৌহানের।

পথদুর্ঘটনায় মৃত্যু হল অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় ‘বাইক রাইডার’ তথা ‘ইউটিউবার’ অগস্ত্য চৌহানের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, আগরা থেকে দিল্লি যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়ের ৪৭ কিলোমিটার মাইলস্টোনের কাছে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে ছিটকে পড়েন। হেলমেটে ভেঙে চুরমার হয়ে যায়। মাথায় এবং শরীরে গুরুতর চোট পেয়ে মৃত্যু হয় অগস্ত্যের।

বছর পঁচিশের অগস্ত্য উত্তরাখণ্ডের দেহরাদূনের বাসিন্দা। ইউটিউব এবং সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা কয়েক লক্ষ। শুধু ইউটিউবেই তাঁর অনুগামীর সংখ্যা ১২ লক্ষ। সমাজমাধ্যমে নিজের বাইক চালানোর নানা রকম ভিডিয়ো শেয়ার করতেন অগস্ত্য। বাইক নিয়ে দূরদূরান্তে ভ্রমণেও যেতেন তিনি। অগস্ত্যের আকস্মিক মৃত্যুতে তাঁর অনুগামীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শুধু তাই-ই নয়, প্রিয় ইউটিউবারের অকালমৃত্যুতে অনুগামীরা স্তম্ভিত।

Advertisement

পুলিশ সূত্রে খবর, যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে বাইক চালিয়ে যাচ্ছিলেন অগস্ত্য। অত্যন্ত দ্রুত গতিতে বাইক চালানোয় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। ডিভাইডারে বাইক ধাক্কা মারে। অগস্ত্য কয়েক ফুট দূরে গিয়ে আছড়ে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের টহলদারি ভ্যান সেখানে পৌঁছে অগস্ত্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement