Indian Techie detained in Qatar

‘বিনা অভিযোগে’ তিন মাস ধরে কাতারে আটক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী! প্রধানমন্ত্রীর দফতরের সাহায্য চায় পরিবার

একটি বহুজাতিক সংস্থায় কাজ করেন অমিত গুপ্ত নামে ওই তথ্যপ্রযুক্তি কর্মী। কর্মসূত্রে ২০১৩ সাল থেকে থাকেন কাতারে। গত ১ জানুয়ারি কাতারের একটি রেস্তরাঁ থেকে অমিতকে আটক করা হয় বলে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৫ ১৪:৪৮
Share:
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কাতারে আটক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী অমিত গুপ্ত (ইনসেটে)।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কাতারে আটক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী অমিত গুপ্ত (ইনসেটে)। —ফাইল চিত্র।

কাতারে গত তিন মাস ধরে অমিত গুপ্ত নামে এক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী আটক রয়েছেন। গুজরাতের বাসিন্দা অমিতের পরিবারের দাবি, বিনা অভিযোগে তাঁকে বন্দি করে রাখা হয়েছে। এই অবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপের আর্জি জানিয়ে প্রধানমন্ত্রীর দফতরের দ্বারস্থ হয়েছেন অমিতের বাবা-মা। যোগাযোগ করেছেন বিদেশ মন্ত্রক এবং কাতারে ভারতীয় দূতাবাসের সঙ্গেও।

Advertisement

অমিতের বাবা-মা থাকেন গুজরাতের বডোদরায়। পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী অমিত এক বহুজাতিক সংস্থায় কাজ করেন। ২০১৩ সাল থেকে তিনি কাতারেই রয়েছেন। পরিবারের দাবি, গত ১ জানুয়ারি কোনও অভিযোগ ছাড়াই অমিতকে আটক করে সে দেশের প্রশাসন। তার পর থেকে এখনও পর্যন্ত হেফাজতেই রয়েছেন তিনি। অমিতের বাবা-মা ইতিমধ্যে বডোদরার সাংসদ হেমঙ্গ যোশীর সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করেছেন। তাঁদের দাবি, গত ১ জানুয়ারি কাতারের এক রেস্তরাঁয় খেতে গিয়েছিলেন অমিত। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। কী কারণে ওই তথ্যপ্রযুক্তি কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তা সে দেশের প্রশাসন স্পষ্ট ভাবে উল্লেখ করেনি বলে দাবি অমিতের বাবা-মায়ের।

অমিতের স্ত্রী-ও কাতারেই থাকেন। ধৃত তথ্যপ্রযুক্তি কর্মীর বাবা জানান, অমিতের স্ত্রী কাতারে ভারতীয় দূতাবাসের সঙ্গে বেশ কয়েক বার যোগাযোগ করেছেন। সূত্রের খবর, ভারতীয় দূতাবাস ইতিমধ্যে এই বিষয়ে সহযোগিতা শুরু করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রের এক আধিকারিক সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইম্‌স’কে জানান, ওই ব্যক্তির আটক হওয়ার বিষয়টি কাতারে ভারতীয় দূতাবাসের নজরে রয়েছে। দূতাবাস থেকে ওই তরুণের পরিবারকে সম্ভাব্য সব রকম সাহায্য করা হচ্ছে বলেও জানিয়েছে ওই সূত্র। ওই প্রতিবেদন অনুসারে, কেন্দ্রের আধিকারিক সূত্রে জানা গিয়েছে, একটি মামলার তদন্ত সংক্রান্ত বিষয়ে আটক করা হয়েছে ওই তরুণকে। তবে ওই মামলার বিষয়ে বিশদে কিছু জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement