‘বিদেশি’ ফালু দাসের দেহ নিলেন ছেলেরা

ফালুবাবু ‘বিদেশি’ হওয়ায় তাঁর দুই মেয়ে ও দুই ছেলের নাম এনআরসিতে ওঠেনি। পরিবারের সকলের নাম এনআরসিতে না তুললে বাবার দেহ নেবে না বলে বেঁকে বসেন দুই ছেলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ০৩:৪৮
Share:

ফালুর পরিবারের সঙ্গে ডিএম ভারতভূষণ দেবচৌধুরী ও এসপি আমনজিৎ কৌর। নিজস্ব চিত্র

বিধায়কের হস্তক্ষেপে বিনা শর্তে ফালু দাসের দেহ ফেরত নিল পরিবার। অসমের নলবাড়ি জেলার সতেমারি গ্রামের বাসিন্দা, পেশায় মৎস্যজীবী ফালু দাসকে ফরেনার্স ট্রাইবুনাল ২০১৭ সালে বিদেশি ঘোষণা করে। গোয়ালপাড়া ডিটেনশন শিবিরে বন্দি সত্তোরোর্ধ ফালুবাবু ২৩ অক্টোবর রাতে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

Advertisement

ফালুবাবু ‘বিদেশি’ হওয়ায় তাঁর দুই মেয়ে ও দুই ছেলের নাম এনআরসিতে ওঠেনি। পরিবারের সকলের নাম এনআরসিতে না তুললে বাবার দেহ নেবে না বলে বেঁকে বসেন দুই ছেলে। আজ বিজেপি বিধায়ক নারায়ণ ডেকা বাঙালি সংগঠন ও সংখ্যালঘু ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে দাস পরিবারের সঙ্গে কথা বলেন।

জেলাশাসক ভারতভূষণ দেবচৌধুরী জানান, আলোচনার পরে পরিবার দেহ নিতে রাজি হয়। বিকেল সওয়া পাঁচটা নাগাদ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে ফালু দাসের দেহ নেন। রাতেই নলবাড়িতে অন্ত্যেষ্টি হয়। বিধায়ক নারায়ণ ডেকা বলেন, ‘‘আমি পরিবারকে বলেছি, বিজেপি সরকার হিন্দুদের নাগরিকত্ব দেওয়া নিয়ে দায়বদ্ধ। কিন্তু এ ভাবে মৃতদেহ সৎকার না করে ব্ল্যাকমেল করা উচিত নয়। কারণ বিষয়টি আইনি।’’ তিনি বলেন,

Advertisement

‘‘আমি বলেছি, আমার দিক থেকে যতটা পারব আর্থিক ও আইনি সাহায্য করতে পারি। বিষয়টি মুখ্যমন্ত্রীকেও জানাব। পরিবারটি সরকারি প্রকল্পের অধীনে যাতে সাহায্য ও আবাস যোজনার বাড়ি যাতে পায় তা-ও দেখব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement