National News

দেওয়ালিতেও নাম বদলের ‘ফুলঝুরি’ যোগীর, ফৈজাবাদ জেলার নাম পাল্টে হচ্ছে অযোধ্যা

জেলার নাম ফৈজাবাদ। তার মধ্যে অযোধ্যা ও ফৈজাবাদ হাওড়া-কলকাতার মতো দুই যমজ শহর। যাকে বিভক্ত করেছে সরযূ নদী। এ বার ফৈজাবাদ শহরের নামও হয়ে যাচ্ছে অযোধ্যা।

Advertisement

সংবাদ সংস্থা

ফৈজাবাদ শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ২০:২০
Share:

ফৈজাবাদ জেলার নাম পাল্টে অযোধ্যা করা হবে, ঘোষণা যোগী আদিত্যনাথের। —ফাইল ছবি

দেওয়ালির আগে নামকরণের ফুলঝুরি ছোটালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিন কয়েক আগেই ইলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ। এ বার ফৈজাবাদ জেলার নাম পাল্টে হচ্ছে অযোধ্যা। মঙ্গলবার দেওয়ালি বক্তৃতায় ঘোষণা আদিত্যনাথের। নাম বদল নিয়ে সমালোচনার জবাবও কট্টর হিন্দুত্ববাদীর ঢঙেই দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি আরও ঘোষণা করেন, অযোধ্যা বিমানবন্দরের নামও রামের নামে রাখা হবে। একটি মেডিক্যাল কলেজের নামকরণ করা হবে পৌরানিক চরিত্র রাজা দশরথের নামে।

Advertisement

উপলক্ষ ছিল দেওয়ালির আগে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানো। অযোধ্যায় সেই অনুষ্ঠান মঞ্চে যখন উঠলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তখন দর্শকদের মধ্যে থেকে ভেসে আসছে, ‘যোগীজি এক কাম করো, মন্দির কা নির্মাণ করো’। যোগী অবশ্য সরাসরি ‘রাম মন্দির’ শব্দ উচ্চারণ করলেন না। তবে বললেন, ‘‘অযোধ্যা আমাদের গর্ব ও মর্যাদার প্রতীক। এই শহর রামের পরিচয় বহন করে।’’

জেলার নাম ফৈজাবাদ। তার মধ্যে অযোধ্যা ও ফৈজাবাদ হাওড়া-কলকাতার মতো দুই যমজ শহর। যাকে বিভক্ত করেছে সরযূ নদী। এ বার ফৈজাবাদ শহরের নামও হয়ে যাচ্ছে অযোধ্যা।

Advertisement

আরও পড়ুন: কর্নাটক উপনির্বাচনেও ধাক্কা বিজেপির, ৫টির মধ্যে ৪টিতেই জয়ী কংগ্রেস-জেডিএস

আরও পড়ুন: কার্বাইনের নল উঁচিয়ে অবুঝমাড় পরীক্ষা নিচ্ছে গণতন্ত্রের

তবে একের পর এক নাম পরিবর্তন নিয়ে কম সমালোচনা হয়নি আদিত্যনাথের। দেওয়ালির আগের রাতে তারও জবাব দিতে গিয়ে টেনে এনেছেন রামায়ণ ও মহাভারতের দুই চরিত্রকে। সমালোচকদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, ‘‘যাঁরা এ সব নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের মা-বাবা কি ছেলের নাম কখনও রাবণ বা দুর্যোধন রাখেন।’’ আমাদের দেশে নামকরণ অনেক তাৎপর্য বহন করে,’’—বলেন যোগী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement