নাগাল্যান্ডের মন জেলায় শনিবার সেনা জওয়ানদের গুলিতে ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়।
পরিচয় লুকোতে নাগাল্যান্ডে সেনা জওয়ানদের গুলিতে নিহতদের পোশাক কি বদলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল? এক প্রত্যক্ষদর্শী ও নিহতদের পরিবারের তরফে এমনই অভিযোগ করা হয়েছে।
ওটিং গ্রামের বাসিন্দা ঘটনার এক প্রত্যক্ষদর্শী কিপওয়াং কোনিয়াকের অভিযোগ, গুলির শব্দ শুনে তাঁরা কয়েক জন গ্রাম থেকে ছুটে যান ঘটনাস্থলে। গিয়ে দেখেন, সেনা জওয়ানরা কয়েক জন নিহতের পোশাক বদলে ফেলেছে। নিহতদের কয়েক জনকে অন্য বস্ত্রে ঢাকা দিয়েছে। শোমওয়াং নামে এক নিহতের পরিবারের অভিযোগ, তাঁরা গিয়ে দেখেন তাঁদের স্বজন অর্ধ-উলঙ্গ অবস্থায় নিথর পড়ে রয়েছেন মাটিতে।
নাগাল্যান্ডের মন জেলায় শনিবার সেনা জওয়ানদের গুলিতে ১৩ জনের মৃত্যু হয়। পরে রবিবার হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের। মৃত্যু হয় এক জওয়ানেরও।
প্রত্যক্ষদর্শী কিপওয়াং কোনিয়াক একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গুলির শব্দ শুনে নিজেদের গ্রাম থেকে ছুটে ঘটনাস্থলে গিয়ে তাঁরা দেখতে পান সেনাবাহিনীর একটি পিক আপ ভ্যান বেরিয়ে যাচ্ছে। তাঁদের কয়েক জন সেই ভ্যানটির পিছু ধাওয়া করার চেষ্টা করেন। তখনই দেখেন আশপাশে রয়েছে সেনাবাহিনীর আরও তিনটি পিক আপ ভ্যান। দেখতে পান সেগুলিতে লাশ রাখা আছে। অনেককেই অন্য কাপড়ে ঢাকা হয়েছে।
কোনিয়াক বলেছেন, ‘‘আমরা দেখেছি, ওরা (সেনা জওয়ান) নিহতদের পোশাক বদলে দিয়েছিল। কাউকে কাউকে এমন কিছু জিনিস দিয়ে ঢাকা দিয়েছিল যাতে তাঁদের পরিচয় লুকিয়ে রাখা যায়। ওরা এ সব কেন করল? ওদের মতলব কী ছিল?’’
ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর ভ্যান ছুটে বেরিয়ে যাওয়ার ছবি যিনি ভিডিয়োয় তুলে রেখেছিলেন মানপেই নামের সেই গ্রামবাসী জানিয়েছেন, তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন লাশগুলি ভ্যানগুলিতে রাখা হয়েছে। সেগুলিকে অন্য বস্ত্রে ঢেকে দেওয়া হয়েছে।