Uttar Praesh

Exit Polls Assembly Election 2022: পাঁচ রাজ্যের কে কোথায় এগিয়ে, মসনদে কে, কী বলছে বিভিন্ন বুথফেরত সমীক্ষা

উত্তরপ্রদেশ, পঞ্জাব, গোয়া, উত্তরাখণ্ড এবং মণিপুরে বিধানসভা নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে। এ বার ফলাফলের পালা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৮:৩৮
Share:

গ্রাফিক— শৌভিক দেবনাথ

মূল ঘটনা

২০:২২ সর্বশেষ
উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, আভাস টাইমস নাও-র সমীক্ষায়
২০:১৬
মণিপুরে এগিয়ে বিজেপি, বলছে সি ভোটার সমীক্ষা
১৯:৪০
উত্তরাখণ্ডে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি ইন্ডিয়া টু’ডে-র বুথফেরত সমীক্ষায়
১৯:২৭
পঞ্জাবে ক্ষমতায় আপ, জানাচ্ছে টাইমস নাও বুথফেরত সমীক্ষা
১৯:২২
সি ভোটার সমীক্ষাতেও পঞ্জাবে এগিয়ে আপ
১৯:১৪
উত্তরাখণ্ডে চালকের আসনে বিজেপি, বলছে ‘জন কী বাত’ বুথফেরত সমীক্ষা
১৯:০৯
গোয়ায় ক্ষমতায় কংগ্রেস, বলছে ইন্ডিয়া টু’ডে-র বুথফেরত সমীক্ষা
১৯:০৬
উত্তরাখণ্ডে ক্ষমতায় আসছে বিজেপি, বলছে টাইমস নাও ভিটো
১৮:৩৮
উত্তরপ্রদেশের মসনদে ফিরছে যোগী সরকারই, বলছে এক্সিট পোল
১৭:০২
ইতিহাস বলছে সমীক্ষার পূর্বাভাস অনেক সময় মেলে না
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ২১:০৮

উত্তরপ্রদেশে বড় ব্যবধানে জয়ী হবে বিজেপি, বলছে সি-ভোটার ভোটফেরত সমীক্ষা

সি-ভোটার সমীক্ষায় দাবি, উত্তরপ্রদেশে ২২৮ থেকে ২৪৪টি আসন পাচ্ছে বিজেপি। সমাজবাদী পার্টি পাবে ১৩২ থেকে ১৪৪টি আসন। বিএসপি পাচ্ছে ১৩ থেকে ২১টি আসন, কংগ্রেস ৪ থেকে ৮ এবং অন্যান্যরা পাবে ৩ থেকে ৬টি আসন।
 

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ২০:৩৩

উত্তরপ্রদেশে ২৮৮ থেকে ৩২৬টি আসন বিজেপির, বলছে ইন্ডিয়া টু’ডে-র বুথফেরত সমীক্ষা

ইন্ডিয়া টু’ডে-র বুথফেরত সমীক্ষা বলছে, উত্তরপ্রদেশে ২৮৮ থেকে ৩২৬টি আসন পাবে বিজেপি। এসপি পাচ্ছে ৭১ থেকে ১০১টি আসন। বিএসপি ৩ থেকে ৯টি, কংগ্রেস পাচ্ছে ১ থেকে ৩টি আসন। অন্য় দিকে টাইমস নাও-এর সমীক্ষা বলছে সেখানে বিজেপি পাবে ২২৫ টি আসন। এসপি ১৫১, বিএসপি ১৪, কংগ্রেস ৯ এবং অন্যান্যরা পাচ্ছে ৪টি আসন। নিউজ এক্স পোল স্টার্টের সমীক্ষা বলছে, বিজেপি পাবে ২১১ থেকে ২২৫টি আসন। এসপি ১৪৬ থেকে ১৬০টি আসন। কংগ্রেস ৪ থেকে ৬, বিএসপি ১৪ থেকে ৪০টি আসন।

Advertisement
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ২০:২২ key status

উত্তরপ্রদেশে এগিয়ে বিজেপি, আভাস টাইমস নাও-র সমীক্ষায়

উত্তরপ্রদেশের ৪০৩টি আসন। টাইমস নাও-এর সমীক্ষা বলছে সেখানে বিজেপি পাবে ২২৫ টি আসন। এসপি ১৫১, বিএসপি ১৪, কংগ্রেস ৯ এবং অন্যান্যরা পাচ্ছে ৪টি আসন।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ২০:১৬ key status

মণিপুরে এগিয়ে বিজেপি, বলছে সি ভোটার সমীক্ষা

সি ভোটারের সমীক্ষা বলছে, মণিপুরের ৬০ আসনের মধ্যে ১২ থেকে ১৬টি আসন পাচ্ছে কংগ্রেস। ২৩ থেকে ২৭টি আসন পাবে বিজেপি। এনপিপি পাচ্ছে ১০ থেকে ১৪। এনপিএফ ৫ থেকে ৮ টি আসন।

টাইমস নাও-এর সমীক্ষা বলছে, বিজেপি পাবে ৩২টি আসন। কংগ্রেস ১৫টি আসন এনপিপি ৬, এনপিএফ ৪, অন্যান্যরা পাবে তিনটি আসন।

Advertising
Advertising
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৯:৫৮

গোয়ায় হাড্ডাহাড্ডি হবে বিজেপি-কংগ্রেসের লড়াই

ইন্ডিয়া টুডে এক্সিস মাই ইন্ডিয়ার সমীক্ষা বলছে, গোয়ায় ১৪ থেকে ১৮টি আসন পাচ্ছে বিজেপি। কংগ্রেস পাচ্ছে ২ থেকে ৯টি আসন। তৃণমূল ও অন্যান্যরা পাচ্ছে ২ থেকে ৯টি আসন।

‘জন কী বাত’ বুথফেরত সমীক্ষা বলছে, গোয়ায় ১৩ থেকে ১৯টি আসন পাচ্ছে বিজেপি। কংগ্রেস পাচ্ছে ১৪ থেকে ১৯টি আসন। আপ পাচ্ছে ৩ থেকে ৫টি আসন। তৃণমূল এবং অন্যান্যরা পাচ্ছে ৫ থেকে ১০টি আসন। 

টাইমস ভেটোর বুথফেরত সমীক্ষায় প্রকাশ, গোয়ায় বিজেপি পাবে ১৪টি আসন। কংগ্রেস পাচ্ছে ১৬টি আসন। তৃণমূল এবং অন্যান্যরা পাচ্ছে ১০টি আসন।
 

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৯:৪৫

উত্তরাখণ্ডেও এগিয়ে গেরুয়া শিবির, দাবি অধিকাংশ বুথফেরত সমীক্ষায়

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৯:৪০ key status

উত্তরাখণ্ডে ক্ষমতায় আসছে বিজেপি, দাবি ইন্ডিয়া টু’ডে-র বুথফেরত সমীক্ষায়

ইন্ডিয়া টু’ডে-র বুথফেরত সমীক্ষায় জানাচ্ছে, উত্তরাখণ্ডে বিজেপি পাচ্ছে ৩৬ থেকে ৪৬টি আসন। কংগ্রেস পাবে ২০ থেকে ৩০টি আসন। আপ -০,
অন্যান্য পাবে ৪ থেকে ৯টি আসন।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৯:২৭ key status

পঞ্জাবে ক্ষমতায় আপ, জানাচ্ছে টাইমস নাও বুথফেরত সমীক্ষা

টাইমস নাও-এর টাইমস ভিটোর বুথফেরত সমীক্ষাতেও পঞ্জাবে চালকের আসনে আপ। তারা পাচ্ছে ৭০টি আসন। কংগ্রেস ২২, আকালি ১৯, বিজেপি ৫, অন্যান্যরা পাচ্ছে ১টি আসন

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৯:২২ key status

সি ভোটার সমীক্ষাতেও পঞ্জাবে এগিয়ে আপ

পঞ্জাবে আপ পাচ্ছে ৫১ থেকে ৬১টি আসন। কংগ্রেস পাচ্ছে ২২ থেকে ২৮টি আসন। আকালি দল পাচ্ছে ২০ থেকে ২৮ টি আসন। বিজেপি পাবে ৭ থেকে ১৩টি আসন এবং অন্যান্যরা ১ থেকে ৫টি আসন। বলছে সি ভোটার বুথফেরত সমীক্ষা।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৯:১৪ key status

উত্তরাখণ্ডে চালকের আসনে বিজেপি, বলছে ‘জন কী বাত’ বুথফেরত সমীক্ষা

‘জন কী বাত’-এর বুথফেরত সমীক্ষায় দাবি, উত্তরাখণ্ডে বিজেপি পাচ্ছে ৩২ থেকে ৪৯টি আসন। কংগ্রেস পাবে ২৭ থেকে ৩৫টি আসন। আপ ১টি এবং অন্যান্যরা ৪টি আসন পাবে।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৯:০৯ key status

গোয়ায় ক্ষমতায় কংগ্রেস, বলছে ইন্ডিয়া টু’ডে-র বুথফেরত সমীক্ষা


ইন্ডিয়া টু’ডে-র বুথ ফেরত সমীক্ষায় জানাচ্ছে, গোয়ায় ১৪টি আসন পাচ্ছে বিজেপি। কংগ্রেস পাচ্ছে ১৬টি। আপ পাচ্ছে ৪টি আসন এবং অন্যান্যরা ৬টি আসন।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৯:০৬ key status

উত্তরাখণ্ডে ক্ষমতায় আসছে বিজেপি, বলছে টাইমস নাও ভিটো

টাইমস ভিটোর বুথ ফেরত সমীক্ষা বলছে, উত্তরাখণ্ডে বিজেপি পাবে ৩৭টি আসন। কংগ্রেস ৩১ টি, আপ ১টি এবং অন্যান্য ১।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৮:৪৪

পঞ্জাবে ক্ষমতায় আপ, দাবি এক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলের সমীক্ষায়

ইন্ডিয়া টু’ডে-র এক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলের সমীক্ষায় দাবি, পঞ্জাবে ৭৬ থেকে ৯০টি আসন পাবে কেজরিবালের দল। ১১৭ আসনের মধ্যে কংগ্রেস পেতে পারে ১৯ থেকে ৩১টি আসন। বিজেপির ঝুলিতে থাকবে ১ থেকে ৪টি আসন। আকালি দল পাচ্ছে ৭ থেকে ১১টি আসন।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৮:৩৮ key status

উত্তরপ্রদেশের মসনদে ফিরছে যোগী সরকারই, বলছে এক্সিট পোল

উত্তরপ্রদেশের মসনদে ফিরছে যোগী সরকারই, জানাচ্ছে এক্সিট পোল সমীক্ষা। 

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৭:০৩

নজর উত্তরপ্রদেশে

দেশের বৃহত্তম রাজ্য (জনসংখ্যার নিরিখে) উত্তরপ্রদেশে বিজেপি-র ফলাফল আগামী দিনে জাতীয় রাজনীতির গতিপ্রকৃতির ক্ষেত্রে ‘নির্ণায়ক’ হতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই মনে করছেন।

শেষ আপডেট: ০৭ মার্চ ২০২২ ১৭:০২ key status

ইতিহাস বলছে সমীক্ষার পূর্বাভাস অনেক সময় মেলে না

ভারতের ভোট-রাজনীতির ইতিহাস বলছে, অনেক সময়ই বুথফেরত সমীক্ষা বা জনমত সমীক্ষার পূর্বাভাস মেলে না। আবার এমন সমীক্ষার সঙ্গে ভোটের প্রকৃত ফল মিলে যাওয়ার উদাহরণও কম নয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও পড়ুন
Advertisement