US

মার্কিন রণতরীর সঙ্গে মহড়া

বাণিজ্য নিয়ে সংঘাতের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিংকে চাপে রাখতে দক্ষিণ চিন সাগরে দু’টি রণতরী পাঠিয়ে দেন। তারই একটি ইউএসএস নিমিটজ় বেশ কয়েক দিন সেখানে মোতায়েন থাকার পরে অবশেষে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর হয়ে পশ্চিম এশিয়ার দিকে রওনা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জুলাই ২০২০ ০৬:০১
Share:

প্রতীকী ছবি

চিনের সঙ্গে তপ্ত সম্পর্কের মধ্যেই দক্ষিণ চিন সাগর ফেরত মার্কিন রণতরীর সঙ্গে বঙ্গোপসাগরে মহড়া দিল ভারতের নৌবাহিনী। বাহিনীর ইস্টার্ন ফ্লিট এই মহড়ায় অংশ নেয়। নৌবাহিনী এই মহড়াকে নিয়ম মাফিক বললেও বর্তমান পরিস্থিতিতে এ’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিনের প্রতি বার্তাবাহী বলেই মনে করছেন কূটনীতিকরা।

Advertisement

বাণিজ্য নিয়ে সংঘাতের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেজিংকে চাপে রাখতে দক্ষিণ চিন সাগরে দু’টি রণতরী পাঠিয়ে দেন। তারই একটি ইউএসএস নিমিটজ় বেশ কয়েক দিন সেখানে মোতায়েন থাকার পরে অবশেষে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর হয়ে পশ্চিম এশিয়ার দিকে রওনা হয়েছে। সেখানেই সেটি স্থায়ী ভাবে মোতায়েন হবে।

পথে ভারতের পাশ দিয়ে যাওয়ার সময় ভারতীয় নৌবাহিনীর সঙ্গে এক দফা যৌথ মহড়া সেরে নিয়েছে নিমিটজ়।

Advertisement

নিরাপত্তা বিশ্লেষক ক্যাপ্টেন (অব) ডি কে শর্মা জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে মালাবার উপকূলে ভারত-মার্কিন নৌমহড়া হওয়ার কথা। তার আগে সুযোগ এলে বন্ধু দেশের নৌবাহিনীরা ‘পাসেক্স’ নামে এমন মহড়া চালায়। এতে দু’পক্ষের বোঝাপড়া বাড়ে। সম্প্রতি ফরাসি নৌবাহিনীর সঙ্গেও এমন ‘পাসেক্স’ মহড়া দিয়েছে ভারতীয় নৌবাহিনী। ক্যাপ্টেন শর্মা জানিয়েছেন, এই মহড়ার পরে মালাবারের মহড়াও হবে।

এ দিকে চিন যাতে শান্তিপূর্ণ ভাবে আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মিটিয়ে নেয়, সেই আর্জি জানিয়ে মার্কিন প্রতিনিধি সভায় একটি প্রস্তাব উঠেছে। ভারতীয় বংশোদ্ভূত কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তির নেতৃত্বে শাসক-বিরোধী নির্বিশেষে ৯ জন প্রভাবশালী সদস্য এই প্রস্তাব এনেছেন। প্রস্তাবে বলা হয়েছে, বল প্রয়োগের পথে না-গিয়ে চিন সরকার যেন কূটনৈতিক আলোচনার মাধ্যমে ভারতের সঙ্গে সীমান্ত সমস্যা মিটিয়ে নেয়। এলএসি-তে মোতায়েন সেনাদেরও প্রত্যাহার করে নেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement