সব বুলেটের লক্ষ্য সংবিধান: আজাদ

চিঠির ছত্রে ছত্রে আজাদ লিখেছেন, এনআরসি এবং সিএএ দেশের সংবিধানের উপর আঘাত এবং এই আন্দোলন সংবিধান রক্ষার আন্দোলন, যা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২০ ০২:৩৭
Share:

ভীম পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ। ছবি: সংগৃহীত।

তিহাড় জেল থেকে দেশবাসীকে খোলা চিঠি লিখলেন ভীম পার্টির প্রধান চন্দ্রশেখর আজাদ। নতুন নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসি-র বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে নয়াদিল্লিতে ধৃত আজাদ একটি ওয়েবসাইটকে পাঠানো চিঠিতে শুরুই করেছেন,— তিহাড় জেল থেকে জয় ভীম, জয় সংবিধান, এই লিখে।

Advertisement

সিএএ বিরোধী আন্দোলন শুধু মুসলিমরাই লড়ছেন, এমন বার্তা মোদী সরকারের শীর্ষ স্তর থেকেই বার বার দেওয়া হচ্ছে। সেই বার্তা যে ভুল, তা বুঝিয়ে দিয়ে দলিত নেতা আজাদ লিখেছেন, ‘সিএএ শুধু মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক নয়, এই আইন দলিতদেরও স্বার্থবিরোধী। তেমনই এনআর সি চালু হলে প্রত্যেককে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, শুধু মুসলিমরাই নন, তফশিলি জাতি ও জনজাতি, দরিদ্র, গৃহহীন, শ্রমিক, কৃষক, প্রত্যেককে নথি দিতে হবে। গৃহহীন, বনবাসী জনজাতি, যাযাবরেরা অধিকার হারাবেন।’’

চিঠির ছত্রে ছত্রে আজাদ লিখেছেন, এনআরসি এবং সিএএ দেশের সংবিধানের উপর আঘাত এবং এই আন্দোলন সংবিধান রক্ষার আন্দোলন, যা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছেন। এমনকি, উত্তরপ্রদেশে বিক্ষোভে পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনা প্রসঙ্গে আজাদের মন্তব্য, ‘‘প্রতিটি গুলি শুধু বহুজনকে লক্ষ্য করেই ছোড়া হয়নি, সংবিধানকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। লড়াইটা মনুস্মৃতির সঙ্গে সংবিধানের। আমাদের অস্তিত্বই সংবিধানের উপর নির্ভরশীল। সেজন্য সংবিধানে আঘাত করে, এমন সব কৌশলকেই ব্যর্থ করতে হবে।’’

Advertisement

আরও পড়ুন: চালু এসএমএস, তবে আশার আলো দেখছে না কাশ্মীর

মেরঠের এসপি যে ভাবে মুসলিমদের পাকিস্তানে ফিরে যেতে বলেছেন, তার উল্লেখ করে আজাদ লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশের পুলিশকে তো আরএসএস মনে হচ্ছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement