এখনও ট্রেন চলাচল শুরুই হয়নি আগরতলা-আখাউড়া লাইনে। ছবি: সংগৃহীত।
আগরতলা-আখাউড়া রেললাইন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধনের পরে এক বছর পূর্ণ হল। কিন্তু এখনও ট্রেন চলাচল শুরুই হয়নি ওই লাইনে। এই নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার আশ্বাস, ভারত ও বাংলাদেশের সরকারের মধ্যে যোগাযোগ রয়েছে। তারা সুসম্পর্কই চায়। কিন্তু বাংলাদেশের বর্তমান অস্থির পরিস্থিতির কারণে এখনই প্রকল্প পুরোপুরি চালু করার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে।
আগরতলা-আখাউড়া রেললাইন গত বছরের ১ নভেম্বর ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীরা ভার্চুয়াল পদ্ধতিতে উদ্বোধন করেছিলেন। কিন্তু গত অগস্টে ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে দেশের পরিস্থিতি এখনও টালমাটাল। আগরতলা-আখাউড়া রেললাইনের নির্মাণ সংস্থা ‘ইরকন’-এর সূত্রের বক্তব্য, বাংলাদেশের দিকে রেললাইন, রেল স্টেশন এবং অভিবাসন ভবন তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে।
সংস্থার দায়িত্বপ্রাপ্ত অফিসার বলেন, “আমরা বাংলাদেশের রেল দফতরের হাতে দায়িত্বভার তুলে দিতে চাইছি। সে জন্য গত অগস্টের তৃতীয় সপ্তাহে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশের রেল দফতরের থেকে কোনও সবুজ সঙ্কেত পাওয়া যায়নি।” তাঁর দাবি, প্রথম দিকে বাংলাদেশের রেল দফতরের আধিকারিকেরা কথাবার্তা বললেও বর্তমান অস্থির পরিস্থিতিতে তাঁদের মুখে কুলুপ। ফলে কবে নাগাদ আগরতলা-আখাউড়া রেল চলাচল শুরু হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
মানিক সাহা বলেন, “ভারতের সঙ্গে যদি বাংলাদেশের সম্পর্ক ভাল থাকে, তা হলে তাদের উন্নয়ন হবে। আমাদের দেশ থেকে যে সমস্ত কথা বা পরামর্শ দেওয়া হচ্ছে, সেগুলি তাঁরা শুনলে আমাদের সম্পর্কটা আরও ভালর দিকে যাবে।” মুখ্যমন্ত্রী মনে করেন, দুই দেশের সম্পর্ক কোন দিকে যায়, তার জন্য কিছু দিন অপেক্ষা করতে হবে। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হলেই প্রকল্পগুলি চালু হবে বলে তিনি আশাবাদী।