Crime

কলেজের মধ্যে ছাত্রীকে কুপিয়ে খুন করলেন তাঁরই বন্ধু, পরে কোপালেন নিজেকেও

কলেজের ক্লাসরুমে ঢুকে এক ছাত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁরই বন্ধুর বিরুদ্ধে। অভিযুক্ত যুবক নিজেকেও কোপান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ ২০:১০
Share:

কী কারণে ছাত্রীকে কোপালেন ওই যুবক, তার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রতীকী ছবি।

কলেজের ক্লাসরুমের মধ্যে এক বি.টেক ছাত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তাঁর এক বন্ধুর বিরুদ্ধে। ছাত্রীকে কোপানোর পর আত্মহত্যার চেষ্টা করেন ওই যুবক। সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে বেঙ্গালুরুর একটি বেসরকারি কলেজে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর ১টা নাগাদ আচমকা কলেজের ক্লাসরুমে ঢুকে ১৯ বছরের এক তরুণীকে দশ বারেরও বেশি কোপান তাঁর এক বন্ধু। এর পর নিজেকেও কোপান ওই যুবক। ছাত্রীর চিৎকার শুনে ছুটে আসেন অন্য সহপাঠীরা। দেখেন রক্তাক্ত অবস্থায় ক্লাসরুমের মেঝেয় পড়ে রয়েছেন ওই ছাত্রী ও যুবক। ছাত্রীর সহপাঠীরা সঙ্গে সঙ্গে বিষয়টি জানান কলেজ কর্তৃপক্ষকে।

জখম অবস্থায় দু’জনকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ছাত্রীর মৃত্যু হয়। যুবকের চিকিৎসা চলছে।

Advertisement

অভিযুক্ত যুবকের নাম পবন কল্যাণ। ওই যুবকও কলেজ পড়ুয়া। তবে তিনি অন্য কলেজে পড়েন। ওই ছাত্রী ও যুবক একই গ্রামের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। কী কারণে ওই ছাত্রীকে কোপালেন যুবক এবং তার পর আত্মহত্যার চেষ্টা করলেন, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement