অখিলেশ যাদব। —ফাইল চিত্র।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ব্রিগেডে বিজেপি-বিরোধী মঞ্চে মোদীর বিরুদ্ধে তোপ দাগার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ঠিক তার আগের দিন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের মামলা দায়ের করল ইডি।
এর আগে মায়াবতী এবং অখিলেশের জোট আলোচনা চূড়ান্ত হয়ে যাওয়ার ঠিক পরেই এই একই অবৈধ বালিখনন (অখিলেশ সরকারের সময়কার) মামলায় সিবিআই মামলা দায়ের করেছিল তাঁর বিরুদ্ধে। মায়াবতী পাশে এসে দাঁড়িয়েছেন অখিলেশের।
তাঁর বক্তব্য, মোদী সরকার জোট দেখে ভয় পেয়ে ষড়যন্ত্র করছে। একই ভাবে তাঁর পরিবারের বিরুদ্ধেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে লেলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন বিএসপি নেত্রী। তাৎপর্যপূর্ণ ভাবে আগামিকাল ব্রিগেডে অখিলেশ, মমতা বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য বিরোধী দল মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ আনতে চলেছে, কেন্দ্রীয় সংস্থাগুলিকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে তারা।