Jammu-Kashmir Encounter

কাশ্মীরে আবার সেনা-জঙ্গি গুলির লড়াই, আহত এক জওয়ান, তিন জঙ্গিকে ঘিরে ফেলেছে সেনা

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনীর যৌথ দল অভিযানে নামে। লুকিয়ে থাকা জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর উপর গুলি ছুড়তে শুরু করলে পাল্টা জবাব দেওয়া হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ১১:০৯
Share:

কাশ্মীরে গত ৭২ ঘণ্টায় তৃতীয় সেনা-জঙ্গি এনকাউন্টারের ঘটনা। — ফাইল ছবি।

আবার রক্তাক্ত ভূস্বর্গ। জম্মু-কাশ্মীরের রাজৌরিতে শুক্রবার সকালে সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে। সূত্রের খবর, গুলির লড়াইয়ে এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে সেনাবাহিনী জঙ্গিদের ঘিরে ফেলতে সক্ষম হয়েছে। এখনও চলছে গুলির লড়াই। গত তিন দিনে এ নিয়ে তৃতীয় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ের ঘটনা ঘটল কাশ্মীরে।

Advertisement

জানা গিয়েছে, নিরাপত্তাকর্মীরা গোপন সূত্রে খবর পান, রাজৌরি জেলার কেসারি এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই সূত্র ধরেই সেনাবাহিনী, পুলিশ এবং কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যৌথ একটি দল অভিযানে নামে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়। বেগতিক বুঝে জঙ্গিরা নিরাপত্তাবাহিনীর উপর গুলি চালাতে শুরু করে। প্রস্তুত ছিল সেনাও। পাল্টা জবাব দেওয়া হয়। জানা গিয়েছে, দু’তিন জন জঙ্গি লুকিয়ে ছিল। তাদের ঘিরে ফেলেছে নিরাপত্তাবাহিনী। গুলি বিনিময় চলার সময় এক নিরাপত্তাকর্মী আহত হয়েছেন।

বৃহস্পতিবার কাশ্মীরের বারামুলা জেলায় একই ভাবে এনকাউন্টারের ঘটনা ঘটে। তাতে মৃত্যু হয় দুই জঙ্গির। পুলিশ জানিয়েছে, এনকাউন্টারের পর উদ্ধার হয়েছে একে ৪৭ রাইফেল, পিস্তল-সহ বহু সামগ্রী। নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবার সদস্য। তারা বারামুলাতেই থাকতেন। এ বছর মার্চে দু’জন জঙ্গি দলে নাম লেখান। বুধবারও পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হয়েছিল দুই জঙ্গির। তবে শুক্রবারের এনকাউন্টারে এখনও পর্যন্ত কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement