ট্রাক থামিয়ে আখ খাচ্ছে হাতির পাল! টুইটার থেকে নেওয়া।
আখবোঝাই ট্রাক যাচ্ছিল গন্তব্যে। কিন্তু মাঝপথেই তাদের হানা! ‘ট্যাক্স’ ফাঁকি দিয়ে পালানোর যে কোনও রাস্তাই নেই। অতঃপর, গুনে গুনে ট্যাক্স দিয়ে তার পর মিলল নিস্তার। এখানে কর সংগ্রাহক আসলে একটি হাতির পাল। আর ট্যাক্স, মিষ্টি আখ!
ভারতীয় বনবিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান নিজের টুইটার হ্যান্ডলে দিয়েছেন একটি ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, একটি আখবোঝাই ট্রাককে মাঝপথে থামিয়ে শুঁড় দিয়ে একের পর এক আখ বার করে চলছে ভোজ। প্রবীণ তাকেই মজা করে লিখেছেন, ‘ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স!’
মিষ্টি খাবারের প্রতি হাতির লোভ নতুন কিছু না। চোখের সামনে মিষ্টি দেখলে হাতিকে আটকায় কার সাধ্য! তেমনই ঘটনা ঘটেছে ওই ট্রাকের সঙ্গেও। কিন্তু আখবোঝাই ট্রাক থামিয়ে যে ভাবে হাতির পাল আখ বার করে খেল, তা দেখে হতবাক লোকজন। গোটা ঘটনা ভিডিয়োবন্দি করা হয়েছে। হাতির পাল যে কেবল আখেই মনঃসংযোগ করেছিল, তা বোঝা গিয়েছে খাওয়া শেষ হতেই দলবেঁধে আবার জঙ্গলে ফিরে যাওয়ায়। কারও কোনও ক্ষতি হয়নি। লোকসান কেবল হয়েছে বেশ কিছু আখের। তবে হাতির পালের হাত থেকে এত সহজে নিষ্কৃতি পেয়ে অভিভূত ট্রাকের চালক ও সহকারীরা। এই প্রেক্ষিতেই বনআধিকারিকের ‘ট্যাক্সে’র তুলনা অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হয়েছে সমাজমাধ্যমের।