Akhilesh Yadav

উত্তরপ্রদেশের ভোটে উত্তেজনা, ২ পুলিশ বরখাস্ত

আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায়, এক পুলিশ কর্তা খোলা বন্দুক হাতে এক জন মহিলা ভোটারের দিকে তেড়ে যাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ০৮:২০
Share:

অখিলেশ সিংহ যাদব। —ফাইল চিত্র।

আগামী ২০২৭-এর বিধানসভা নির্বাচনের আগে আজ উত্তরপ্রদেশের ৯টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে লিটমাস পরীক্ষা হিসেবেই মনে করছে রাজনৈতিক মহল। আজ সেই উপনির্বাচনকে ঘিরে উত্তাল হল রাজ্যের প্রধান বিরোধী দল এসপি এবং বিজেপি। অভিযোগ, পুলিশ প্রশাসন হিংসাত্মক ভূমিকা নিয়েছে বিজেপি প্রার্থীকে জেতানোর জন্য। বিজেপির বক্তব্য, বোরখার আড়ালে জাল ভোট দেওয়াচ্ছে এসপি।

Advertisement

আজ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ সিংহ যাদব একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যায়, এক পুলিশ কর্তা খোলা বন্দুক হাতে এক জন মহিলা ভোটারের দিকে তেড়ে যাচ্ছেন। অখিলেশ লিখেছেন, ‘অবিলম্বে নির্বাচন কমিশনের উচিত মীরাপুর এলাকার কাকরৌলি পুলিশ থানার এই এসএইচও-কে বরখাস্ত করা। কারণ তিনি রিভলভার দেখিয়ে ভোটারদের ভোট দিতে আটকাচ্ছেন।’ ভিডিয়োতে শোনা যাচ্ছে মহিলা চিৎকার করে পুলিশ অফিসারকে বলছেন, ‘আপনার গুলি চালানোর কোনও নির্দেশ নেই।’ অন্য দিকে, ওই পুলিশকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে বলতে শোনা যাচ্ছে, ‘অবশ্যই নির্দেশ রয়েছে।’ ওই পুলিশের নাম বলা হচ্ছে রাজীব শর্মা। সমাজবাদী সুপ্রিমোর ভিডিয়ো ভাইরাল হতেই দুই পুলিশ অফিসারকে সাময়িক বরখাস্ত করার পাশাপাশি স্থানীয় প্রশাসনকে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আর্জি জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার উত্তরপ্রদেশের কাটেহারি, কারহাল, মীরাপুর, গাজ়িয়াবাদ, মাঝাওয়া, সিসামাউ, ফুলপুর, খের ও কুন্দারকি আসনে ভোট হযেছে।

স্থানীয় প্রশাসন অবশ্য জানাচ্ছে, কাউকে ভোট দিতে আটকানো হয়নি। দু’টি গোষ্ঠীর মধ্যে পাথর ছোড়াছুড়ি হচ্ছিল। পুলিশকে লক্ষ্য করেও আক্রমণ করা হয়। সমাজবাদী পার্টির পক্ষ থেকে অভিযোগ, মীরাপুর বিধানসভা কেন্দ্রে পুলিশ মহিলা ভোটারদের লাঠি চালিয়ে ভোটদানে নিরস্ত করেছে।

Advertisement

অন্য দিকে, ভোট শুরু হতেই নির্বাচন কমিশনের কাছে বিজেপি নালিশ জানায়, মুজফ্ফরপুর এলাকার একাধিক বুথে ভুয়ো পরিচয়পত্র দেখিয়ে অনেকে বোরখার আড়ালে ভোট দিচ্ছে। সমাজবাদী পার্টির দিকে আঙুল তুলে বিজেপির দাবি, রাজ্যের বাইরে থেকে ভুয়ো ভোটার আনা হয়েছে। এলাকার বিভিন্ন দরগা ও মসজিদে তাদের রাখা হয়েছে। বেলা বাড়তেই তারা ছড়িয়ে গিয়ে বিভিন্ন কেন্দ্রে ছাপ্পা ভোট দেয় বলে অভিযোগ। বলা হয়েছে, শুধু মহিলারাই নন, পুরুষদেরও বোরখার আড়ালে ভোটকেন্দ্রে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বেলা গড়াতেই ঘটনাকে কেন্দ্র করে মীরাপুরের কাছে অশান্তিতে জড়িয়ে পড়ে গেরুয়া ও অখিলেশ যাদব শিবির। দু’দলের সমর্থকদের মধ্যে হাতাহাতির পাশাপাশি একে অপরের দিকে পাথর ছোড়ার অভিযোগও ওঠে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement