এ বছর পয়লা ফেব্রুয়ারি সম্ভবত কেন্দ্রীয় বাজেট পেশ হচ্ছে না। তার দিন কি আরও এগিয়ে আসতে পারে?
উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের দিন ঘোষণার পর ফেব্রুয়ারির প্রথম দিনটিতে কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করতে পারবেন কি না সংসদে, নির্বাচন কমিশন তা খতিয়ে দেখছে। পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের পয়লা দফার ভোটগ্রহণ হবে ৪ ফেব্রুয়ারি। ঠিক তার আগে কেন্দ্রীয় বাজেট পেশের ব্যাপারে আপত্তি জানিয়েছে একচি রাজনৈতিক দল।
দেশের মুখ্য নির্বাচন কমিশনার ড. নাসিম জাইদি বলেছেন, ‘‘কেন্দ্রীয় সরকার যাতে ওই ভোটের আগে বাজেট পেশ করতে না পারে সংসদে, একটি রাজনৈতিক দল কমিশনের কাছে সেই আর্জি জানিয়েছে।’’
বিধানসভা ভোট হবে উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায়। পাঁচ রাজ্যে ভোটের গণনা হবে মার্চের ১১ তারিখে। প্রায় একই রকম পরিস্থিতি হয়েছিল ২০১২ সালে। সে বছরও ওই পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ঠিক আগে কেন্দ্রীয় বাজেট পেশের দিন ধার্য ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছিল সে বছর মার্চের মাঝামাঝি, পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর।
আরও পড়ুন- ৫ রাজ্যে ভোটের দামামা, উত্তরপ্রদেশে ভোট ৭ দফায়, ফল ১১ মার্চ
বাজেটের প্রস্তাবগুলি যাতে পয়লা এপ্রিল থেকেই কার্যকর হয়, সে জন্য কেন্দ্রীয় সরকার চাইছে, জানুয়ারির শেষাশেষি সংসদে বাজেট পেশ করতে। যদিও তাতে বিরোধী রাজনৈতিক দলগুলির আপত্তি রয়েছে। সেই আপত্তির কথা রাষ্ট্রপতিকেও জানানো হয়েছে। বিরোধীদের বক্তব্য, উত্তরপ্রদেশের মতো একটি গুরুত্বপূর্ণ রাজ্য সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় সরকারকে সংসদে বাজেট পেশের সুযোগ দেওয়া হলে ভোটারদের প্রভাবিত করতে কিছু জনমোহিনী (পপ্যুলিস্ট) ব্যবস্থা নেওয়া হতে পারে। কিছু সংস্কারও করা হতে পারে, ভোটারদের কাছে টানতে। যেহেতু ভোটের দিন ঘোষণা হয়ে গিয়েছে, তাই সেটা হলে নির্বাচনী আচরণবিধি ভাঙা হবে।
সংসদের বাজেট অধিবেশন শুরু হবে ৩১ জানুয়ারি। ওই দিনই সংসদে অর্থনৈতিক সমীক্ষা পেশের কথা অর্থমন্ত্রী অরুণ জেটলির। কেন্দ্রীয় মন্ত্রিসভা গত সেপ্টেম্বরেই রেল বাজেটকে বাজেটের সঙ্গে সংসদে পেশ করার সিদ্ধান্ত নেয়।