Elderly Couple

স্মার্টফোনের প্যাঁচে প্রতারিত দম্পতি

দিল্লির নেহরু বিহারের বাসিন্দা ওই প্রবীণ মহিলা ও তাঁর স্বামী স্মার্টফোন ঠিক ভাবে ব্যবহার করতে না পেরে সব সময়েই সাহায্য চাইতেন কলেজ ছাত্রীটির।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০৩:২৮
Share:

প্রতীকী ছবি।

বয়স হয়েছে। স্মার্ট ফোনের প্রযুক্তি সম্পর্কে ততটা ওয়াকিবহাল ছিলেন না তিনি। তাই ডেবিট কার্ডে টাকার লেনদেনে সাহায্য নিয়েছিলেন প্রতিবেশী এক কলেজ ছাত্রীর। আর তাতেই নিজেদের অ্যাকাউন্ট থেকে প্রায় ২ লক্ষ ৩৮ হাজার টাকা খোয়ালেন দিল্লির এক প্রবীণ মহিলা। তাঁর ছেলের অভিযোগের ভিত্তিতে শেষ পর্যন্ত ওই ছাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

দিল্লির নেহরু বিহারের বাসিন্দা ওই প্রবীণ মহিলা ও তাঁর স্বামী স্মার্টফোন ঠিক ভাবে ব্যবহার করতে না পেরে সব সময়েই সাহায্য চাইতেন কলেজ ছাত্রীটির। টাকার লেনদেন হোক কিংবা মোবাইল ওয়ালেটের খুঁটিনাটি— সব ব্যাপারে ওই তরুণীই ছিল তাঁদের ভরসা। পুলিশ জানিয়েছে, গত বছরের নভেম্বর মাসে ওই বয়স্ক মহিলার কাছে ব্যাঙ্কের একটি ডেবিট কার্ড পৌঁছয়। কিন্তু পিন নম্বর কী ভাবে পেতে হবে, তা জানতেন না তিনি। ফলে সাহায্য নিয়েছিলেন ছাত্রীটির। মহিলাটিকে এটিএম-এ নিয়ে গিয়েছিল সে। সেখানে নতুন পিন নম্বর নেওয়ার পরে ডেবিট কার্ডের সঙ্গে নিজের ই-ওয়ালেট যুক্ত করে তরুণী। তার পর থেকে নিজের জামাকাপড়, খাবারদাবার, বাড়ির ব্যবহারের জিনিসপত্র কেনা থেকে শুরু করে মোবাইল রিচার্জ— সবটাই চলছিল ওই প্রবীণ মহিলার অ্যাকাউন্ট ব্যবহার করে। ওই মহিলার ফোনে আসা ওটিপি ব্যবহার করত ছাত্রীটি। তার পর ওটিপি কিংবা টাকাপয়সা খরচের মেসেজগুলি ডিলিট করে দিত সে। এ ভাবেই গত বছরের নভেম্বর থেকে এ বছরের মার্চ মাসের মধ্যে অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৩৮ হাজার টাকা উধাও হয়ে যায়।

এক সময়ে মহিলার ছেলের কাছে এই কারসাজি ধরা পড়ে যায়। তিনি দিল্লি পুলিশের সাইবার সেলে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে দিল্লি বিশ্ববিদ্যালয়ের মুক্ত শিক্ষা স্কুলের স্নাতক স্তরের ওই ছাত্রীকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement