Eknath Shinde

Eknath Shinde: কোনও অন্যায় করিনি, বিজেপির সঙ্গে সরকার গড়া নিয়ে মন্তব্য একনাথ শিন্ডের

বিজেপির সঙ্গে সরকার গঠন প্রসঙ্গে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বললেন, ‘‘আমরা যা করেছি, সংবিধান মেনে করেছি, কোনও ভুল করিনি।’’

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০২ জুলাই ২০২২ ০৭:৪৩
Share:

ফাইল চিত্র।

বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সরকার গঠন করে তিনি এবং শিবসেনার বিদ্রোহী বিধায়করা কোনও অন্যায় করেননি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনই মন্তব্য করলেন মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে।

Advertisement

এই প্রসঙ্গে শিন্ডে বলেছেন, ‘‘শিবসেনা ও বিজেপির জোট চিরন্তন। ২০১৯ সালের নির্বাচনে একসঙ্গে লড়াই করেছিলাম আমরা। আজ আমাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। বিজেপির সঙ্গে রয়েছি আমরা। শক্তপোক্ত সরকার এখন। আমরা কোনও ভুল পদক্ষেপ করিনি। আমরা যা কিছু করেছি, সংবিধান মেনে করছি। আমাদের কাছে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে।’’

অন্য দিকে, দেবেন্দ্র ফডণবীসকে তাঁর ‘ডেপুটি’ হিসাবে পাওয়ার প্রসঙ্গে শিন্ডে বলেছেন, ‘‘ফডণবীস স্পষ্ট করে জানিয়েছিলেন যে, আমি মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেব। উনি সরকারের অংশ হতে চান না, এ কথাও বলেছিলেন। কিন্তু মহারাষ্ট্রের উন্নয়নে আমরা ওঁকে সঙ্গে চেয়েছিলাম। বিজেপির শীর্ষ নেতৃত্ব ফডণবীসকে উপমুখ্যমন্ত্রী হতে নির্দেশ দিয়েছেন। উনি তা গ্রহণ করেছেন। আমরা খুশি যে উনি উপমুখ্যমন্ত্রী হয়েছেন।’’

Advertisement

মহারাষ্ট্রের নয়া মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘‘মহারাষ্ট্রের উন্নয়নের জন্যই বিধায়করা মহাবিকাশ আঘাডী সরকার থেকে বেরিয়ে এসেছেন।’’ উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণ করেছেন একনাথ শিন্ডে। সোমবার বিধানসভায় তাঁকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement