ফাইল চিত্র।
আর্থিক তছরুপের মামলায় সমাজবাদী পার্টির নেতা আজম খানের স্ত্রী ও পুত্রকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
রামপুর কেন্দ্রের সপা বিধায়ক আজম খান। তাঁর পুত্র স্বার কেন্দ্রের বিধায়ক আবদুল্লা আজম খান ও স্ত্রী তাজিন ফতমাকে চলতি সপ্তাহে লখনউয়ে ইডির দফতরে আলাদা ভাবে হাজিরা দিতে বলা হয়েছে। তাঁদের বয়ান রেকর্ড করা হবে।
এর আগে এই মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল আজম খানকে। সে সময় সীতাপুর জেলে বন্দি ছিলেন তিনি। চলতি বছরের মে মাসে জামিনে ছাড়া পান সপা নেতা। ২৬টি এফআইআরের ভিত্তিতে ২০১৯ সালে খানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল। উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের সরকারে নগরোন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন আজম।