রানা আয়ুব। ফাইল চিত্র।
নরেন্দ্র মোদীর নিয়মিত সমালোচক, ‘গুজরাত ফাইলস’-এর লেখিকা রানা আয়ুবের বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলায় চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কোভিডের ত্রাণে বেআইনি ভাবে বিদেশি তহবিল সংগ্রহ ও তার সিংহভাগ ব্যক্তিগত কাজে ব্যবহারের। তবে তা অস্বীকার করে আমেরিকা থেকে টুইটে রানার বার্তা, ‘আমার কলম থামিয়ে রাখা যাবে না।’
গত সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ‘হিন্দু আইটি সেল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা বিকাশ সাংকৃত্যায়নের দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে এই চার্জশিট। ইডির দাবি, ২০২০ সালের এপ্রিলে একটি ক্রাউডফান্ডিং ওয়েবসাইট মারফত লকডাউনে ক্ষতিগ্রস্ত অসম, বিহার এবং মহারাষ্ট্রের বস্তিবাসী ও কৃষকদের জন্য ২.৬৯ কোটি টাকা সংগ্রহ করেন রানা। অভিযোগ, তাতে ‘ফরেন কন্ট্রিবিউশন (রেগুলেশন) অ্যাক্ট’ (এফসিআরএ) লঙ্ঘিত হয়েছে। যদিও রানার দাবি, তাঁর অনুমোদন করা দু’টি অ্যাকাউন্টে কোনও বিদেশি অনুদান আসেনি। এ ব্যাপারে স্পষ্ট নির্দেশ দেওয়া ছিল ওয়েবসাইট কর্তৃপক্ষকে।
ইডির দাবি, রানার বাবা ও বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা অনুদান পরে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে সরানো হয়।রানা ৫০ লক্ষ টাকার একটি স্থায়ী আমানত করেন। নতুন এক অ্যাকাউন্টে পাঠান আরও ৫০ লক্ষ টাকা। ২৯ লক্ষ টাকা খরচ হয় কল্যাণমূলক কাজে। ফেব্রুয়ারিতে রানার ১ কোটি ৭৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি। সেই সময় বলা হয়েছিল, পিএম কেয়ার ফান্ড ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তিনি ৭৪.৫ লক্ষ টাকা জমা করেছেন।
এই অভিযোগ তাঁর গায়ে কালি ছেটানোর চেষ্টা বলে উল্লেখ করে আজ রানা টুইট করেছেন, ‘মজার ব্যাপারটা হল, আমেরিকায়, কালকেই ভারতে স্বাধীন সংবাদপত্রের উপরে আক্রমণ নিয়ে সেমিনার করলাম। দেশের প্রান্তিকদের নিপীড়নের বিরুদ্ধে আমি সরব হবই।’