ভোরা ও হুডার বিরুদ্ধে চার্জশিট

এজেএল-এর মাথায় রয়েছেন গাঁধী পরিবার ও কংগ্রেসের শীর্ষ নেতারা। ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি এরাই চালায়। ভোরা বর্তমানে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সদস্য। আর হুডা এখনও কংগ্রেসে থাকলেও হালে বেসুরো গাইছেন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৯ ০৩:০৬
Share:

কংগ্রেসের প্রবীণ নেতা মোতিলাল ভোরা ও হরিয়ানার প্রক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডা।

পঞ্চকুলা জমি কেলেঙ্কারি মামলায় কংগ্রেসের প্রবীণ নেতা মোতিলাল ভোরা ও হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিংহ হুডার বিরুদ্ধে প্রথম চার্জশিটটি আজ পেশ করল ইডি। তাদের দাবি, পঞ্চকুলায় জমি অধিগ্রহণ, অ্যাসোসিয়েট জার্নাল লিমিটেড (এজেএল)-কে তা বরাদ্দ করা ও সেটি তাদের হাতে রাখতে দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। হয়েছে কালো টাকার লেনদেন। ওই দু’জন এ সবের সঙ্গে প্রত্যক্ষ ভাবে যুক্ত ছিলেন। ৬৪ কোটি ৯৩ লক্ষ টাকার ওই প্লট বর্তমানে বাজেয়াপ্ত করে রেখেছে ইডি।

Advertisement

এজেএল-এর মাথায় রয়েছেন গাঁধী পরিবার ও কংগ্রেসের শীর্ষ নেতারা। ন্যাশনাল হেরাল্ড পত্রিকাটি এরাই চালায়। ভোরা বর্তমানে কংগ্রেসের সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সদস্য। আর হুডা এখনও কংগ্রেসে থাকলেও হালে বেসুরো গাইছেন। সম্প্রতি এক সমাবেশে ‘নতুন পথ’ নেওয়ার হুমকি দিয়েছেন দলের নেতৃত্বকে। ১৯৮২ সালে, তিনি মুখ্যমন্ত্রী থাকা কালে পঞ্চকুলার সেক্টর ৬-এর সি-১৭ প্লটটি দেওয়া হয়েছিল এজেএল-কে। ওই প্লটটি সংস্থাটির হাতে রাখার ক্ষেত্রে হুডা নিয়ম ভেঙে সুবিধা দিয়েছিলেন বলে অভিযোগ ইডি-র। সিবিআইয়ের এফআইআর-এর সূত্রে ইডি হুডা ও অন্যদের বিরুদ্ধে কালো টাকার লেনদেনে যুক্ত থাকার মামলাও দায়ের করেছে ২০১৬ সালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement