—প্রতীকী চিত্র।
ফের ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। সোমবার রাতে কম্পন অনুভূত হয়েছে রাজধানী দিল্লিতে। গভীর রাতে ভূমিকম্প অনুভূত হওয়ায় দিল্লিবাসীর একাংশ রাস্তায় নেমে এসেছেন। আতঙ্ক ছড়ায় জনসাধারণের মধ্যে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনও পর্যন্ত।
কেন্দ্রীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, সোমবার রাত পৌনে ১২টা নাগাদ দিল্লিতে কম্পন টের পাওয়া যায়। চিনের শিনজিয়াং প্রদেশে ৭.২ মাত্রার ভূমিকম্পের ফলে কম্পন টের পাওয়া গিয়েছে দিল্লিতেও। ভূমিকম্পের উৎসস্থল নেপাল-চিন সীমান্তে মাটি থেকে ৮০ কিমি গভীরে। তীব্র কম্পনের ফলে চিনে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত।
গত ১১ জানুয়ারি ভূমিকম্পে টের পাওয়া গিয়েছিল দিল্লি-এনসিআর সহ উত্তর ভারতের একাংশে। সে বার আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্পের ফলে দিল্লিতে কম্পন অনুভূত হয়েছিল। ১ জানুয়ারি ভয়ানক ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের নোটো উপদ্বীপ অঞ্চল। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৫। ২১৩ জন প্রাণ হারান সেই বিপর্যয়ে। ঘরছাড়া হয়েছেন ২৬ হাজারের বেশি মানুষ।