প্রতীকী ছবি।
শুক্রবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল মণিপুর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৫। ভোর ৫.৫৬ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি(এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল মণিপুরের উখরুলের ৫৭ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৯০ কিলোমিটার গভীরে।
শুধু মণিপুর নয়, কম্পন অনুভূত হয়েছে মায়ানমারেও। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
গত ১৫ মে-তেও ভূমিকম্প হয় মণিপুরে। সে সময়ও কম্পনের উৎসস্থল ছিল উখরুল।