—প্রতীকী চিত্র।
রবিবার দুপুরে হঠাৎ কেঁপে উঠল রাজধানী দিল্লি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে এই খবর পাওয়া গিয়েছে। তারা জানিয়েছে বিকেল ৪টে বেজে ৮ মিনিটে কয়েক মুহূর্তের জন্য কেঁপে ওঠে রাজধানী। এই নিয়ে দু’সপ্তাহের মধ্যে তৃতীয় বার ভূমিকম্প অনুভূত হল দিল্লিতে।
এর আগে গত ৩ অক্টোবর কেঁপেছিল দিল্লি। তবে সে বার ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপাল। এ বার অবশ্য ভূমিকম্পের কেন্দ্র হরিয়ানার ফরিদাবাদ। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৩.১ ম্যাগনিচ্যুড।
পরে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে আরও বিশদে জানিয়েছে ভূমিকম্পের খবর। এনসিএস লেখে, ফরিদাবাদের ৯ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্রস্থল।
গত ৩ অক্টোবর ভূমিকম্প হয়েছিল নেপালে। পর পর চারটি ভূমিকম্পে কেঁপে উঠেছিল নেপাল। যার প্রভাব পড়েছিল দিল্লি, এনসিআরের পাশাপাশি উত্তরপ্রদেশের লখনউ, হাপুর, আমরোহাতে। কম্পন অনুভূত হয়েছিল উত্তরাখণ্ডের কিছু কিছু অংশ, চণ্ডীগড়, জয়পুরেও।
তার আগে গত ১ অক্টোবর রাতে ভূমিকম্প হয়েছিল হরিয়ানায়। রোহতকে ছিল কম্পনকেন্দ্র। তীব্রতা রিখটার স্কেলে ২.৬ ম্যাগনিচ্যুড। হরিয়ানার পাশাপাশি এনসিআর এবং দিল্লির কিছু এলাকাতেও কম্পন অনুভূত হয়।
৩১ সেপ্টেম্বর ভূমিকম্প হয়েছিল মেঘালয়ে। তার আগে গত ১ সেপ্টেম্বর আবার হরিয়ানার ঝাঝড়ে ভূমিকম্প হয়। দিল্লি এবং সংলগ্ন এলাকায় বিশেষ করে হরিয়ানায় এই ঘন ঘন ভূমিকম্প ক্রমেই চিন্তা বাড়ছে ভূতত্ত্ববিদদের।