ছবি সংগৃহীত।
চাকরি কেলেঙ্কারি বিজেপি সরকারের পিছু ছাড়ছে না। দেখা যাচ্ছে এত ধরপাকড়ের পরেও টাকার বিনিময়ে চাকরি দেওয়ার চক্র একই ভাবে সক্রিয় রয়েছে! এ বার কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজের ডেপুটি সুপার অজন্তা হাজরিকার।
অভিযোগ, পেশায় সরকারি চিকিৎসক হলেও তিনি সরকারের বিভিন্ন দফতরে চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বেকারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। পুলিশ তাঁকে খুঁজছে।
আগাম জামিনের আবেদন জানানো অজন্তা আপাতত পলাতক। তাঁর হয়ে গুয়াহাটিতে টাকা জমা নেওয়া আরএসএসের এক কর্মীকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ। অজন্তার গাড়ির চালককেও আটক করা হয়েছে। তিনি স্বীকার করেছেন, রেল বা তেল সংস্থায় চাকরি খুঁজছেন এমন বেকার যুবকদের সন্ধান পেলে তিনি মালকিনের কাছে নিয়ে যেতেন। অভিযোগ, অমল নাথ নামে এক ব্যক্তির ছেলেকে রেলে কাজ পাইয়ে দেওয়ার নামে ছ’লাখ, কিশোর দেবকে অয়েল ইন্ডিয়ায় চাকরি দেওয়ার নামে সাড়ে আট লাখ ও অজয় বিশ্বাসকে রেলে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সাত লাখ টাকা আদায় করেছিলেন অজন্তা। আদালত গাড়িচালক ও তিন অভিযোগকারীর ভাষ্য নথিভুক্ত করেছে।