যমুনায় দূষণ। ছবি: পিটিআই।
নয়াদিল্লি, ২৮ অক্টোবর: এমনিতেই বায়ুদূষণে শ্বাসরুদ্ধ অবস্থা দিল্লির, তার মধ্যেই যমুনায় অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় দীপাবলির সময়ে ব্যাপক জলকষ্টের মুখোমুখি হতে চলেছেন রাজধানীর নাগরিকেরা।
দিল্লি জলবোর্ডের তরফে আজ জানানো হয়েছে, আগামী ১ নভেম্বর, শুক্রবার পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রিত ভাবে জল সরবরাহ করা হবে। পূর্ব, উত্তর-পূর্ব, দক্ষিণ দিল্লির বিভিন্ন এলাকায় এর প্রভাব পড়বে। বোর্ড জানিয়েছে, দিল্লির জল সরবরাহের জন্য ভাগীরথী ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এবং সনিয়া বিহার ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টে অপরিশোধিত জল মেলে উত্তরপ্রদেশের মুরাদনগর উচ্চ গঙ্গা খাল থেকে। মুরাদনগরে ১২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত আছে। ১২ অক্টোবর মধ্যরাত থেকে হরিদ্বারে খাল বন্ধ রাখা হয়েছে। ফলে দিল্লির দু’টি জলশোধন প্লান্টের কর্মক্ষমতা আপাতত ৩০ শতাংশে নেমে এসেছে।
এই পরিস্থিতিতে বিকল্প হিসেবে যমুনার জলই ভরসা দিল্লিবাসীর। কিন্তু অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় যমুনার জল পরিশোধন করে সরবরাহ করাতেও বিপত্তি দেখা দিয়েছে। দিল্লি জল বোর্ড জানিয়েছে, যমুনার জলে অ্যামোনিয়ার পরিমাণ ১.৫ পিপিএমের থেকে বেশি থাকায় এর পরিশোধন করা খুবই কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ফলে যমুনায় যে মানের জল মিলবে, সেই অনুযায়ী পরিশোধন করা হবে বলে জানানো হয়েছে। দিল্লিবাসীকে জল বোর্ডের পরামর্শ, ‘আগে থেকেই উপযুক্ত পরিমাণে জল মজুত করে রাখুন, বিবেচনা করে জল ব্যবহার করুন।’ ফলে দীপাবলির উৎসবের সময় শুধু বায়ুদূষণের সঙ্কটই নয়, জলের হাহাকারের মধ্যে পড়তে হবে রাজধানীর নাগরিকদের।