বেঙ্গালুরু বিমানবন্দরে বিমান অবতরণের পর মত্ত যাত্রীটিকে সিআইএসএফ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। ফাইল চিত্র ।
বিমান তখন মাঝআকাশে। নিয়ন্ত্রণ রেখে বিমান ওড়াচ্ছেন বিমানচালক। যাত্রীরা যে যার মতো গল্প করতে, গান শুনতে বা ঘুমোতে ব্যস্ত। এমন সময়ই নিজের আসন ছেড়ে টলমল পায়ে একদম জরুরি দরজার কাছে পৌঁছে গেলেন এক যাত্রী। টেনেহিঁচড়ে সেই দরজা খোলার চেষ্টাও করলেন। আর তা দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সহযাত্রীদের মধ্যে। বিষয়টি নিয়ে হইচই পড়ে যায়। এর পর বিমানকর্মীরা তাঁকে ধরে নিয়ে গিয়ে আসনে বসান। বিমান অবতরণের পর ওই যাত্রীর বিরুদ্ধে মামলাও করেছেন বিমান কর্তৃপক্ষ।
দিল্লি-বেঙ্গালুরু ইন্ডিগো বিমানে ঘটনাটি ঘটেছে। বিমান সংস্থার বিবৃতি অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা ৫৬-র দিল্লি থেকে বেঙ্গালুরুগামী বিমানে এই ঘটনা ঘটে। ওই যাত্রী মত্ত অবস্থায় ছিলেন। বেঙ্গালুরু বিমানবন্দরে বিমান অবতরণের পর মত্ত যাত্রীটিকে সিআইএসএফ আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। ওই যাত্রীর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা রুজু করা হয়েছে এবং বিস্তারিত তদন্ত শুরু হয়েছে বলেও বিমান সংস্থা জানিয়েছে।