Accident

রাস্তায় গাড়ি নিয়ে কেরামতি, নিয়ন্ত্রণ হারিয়ে প্রৌঢ়কে পিষে দিলেন মত্তরা, আহত আরও দুই

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে এক জন ডেপুটি পুলিশ কমিশনারের অফিসে কম্পিউটার পরিচালনা করেন।

Advertisement

সংবাদ সংস্থা

গুরুগ্রাম শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২২ ১৭:১৬
Share:

মধ্যরাতে মত্ত অবস্থায় গাড়ি নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন কয়েক জন। মদের দোকানের সামনে তখন কয়েক জন বসে, কয়েক জন দাঁড়িয়ে সেই কেরামতি দেখছিলেন। দ্রুত গতিতে গাড়ি নিয়ে ঘোরার চেষ্টা করতেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। গাড়ির পিছনের চাকা পিছলে গিয়ে প্রথমে এক প্রৌঢ়কে পিষে দেয়। তার পর সেটি আরও কয়েক জনকে আহত করে।

Advertisement

ঘটনার আকস্মিকতা কাটিয়ে ওঠার আগেই অভিযুক্তরা গাড়ি নিয়ে সেখান থেকে চম্পট দেন। গোটা ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। রবিবার রাত ২টো নাগাদ ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে এক জন ডেপুটি পুলিশ কমিশনারের অফিসে কম্পিউটার পরিচালনা করেন। তিন অভিযুক্ত ভ্রমণ সংস্থায় কাজ করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি নিয়ে কেরামতি দেখাচ্ছিলেন ওই যুবকরা। স্থানীয়দের কয়েক জন নিষেধ করায় তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ।

Advertisement

উদ্যোগ বিহার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার প্রীতপাল সিংহ বলেন, “প্রথমে এক বার গাড়ি নিয়ে কেরামতি দেখান অভিযুক্তরা। দ্বিতীয় বার কেরামতি দেখাতে গিয়ে তিন জনকে আহত হন। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। তবে মৃতের পরিচয় জানা যায়নি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement