Crime in Bihar

পথে হামলা দুষ্কৃতীদের, পেটে গুলি লাগার পরেও ৫ কিমি গাড়ি চালিয়ে ১৫ যাত্রীর প্রাণ বাঁচালেন চালক!

পুলিশ সূত্রে খবর, বিয়ের অনুষ্ঠান থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে ফিরছিলেন সন্তোষ। আরায় ঝাউ গ্রামের কাছে বাইকে চেপে কয়েক দন দুষ্কৃতী তাঁদের পিছু ধাওয়া করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৬:১৯
Share:

গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি গাড়িচালক সন্তোষ সিংহ। ছবি: সংগৃহীত।

রাস্তাতেই গাড়ি আটকানোর চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু হার মানেননি সন্তোষ সিংহ। ঝড়ের গতিতে গাড়ি ছোটান তিনি। ভিতরে তখন ১৫ জন যাত্রী ভয়ে কাঁটা। শেষে কী দুষ্কৃতীদের হাতেই প্রাণ দিতে হবে! এই ভাবনায় যখন সকলে শিহরিত, সন্তোষ কিন্তু যাত্রীদের অভয় দিয়ে যাচ্ছিলেন কোনও ক্ষতি হতে দেবেন না।

Advertisement

অ্যাক্সেলেটরে আরও জোরে চাপ দিতেই দুষ্কৃতীরা কিছুটা পিছিয়ে পড়েছিল। কিন্তু আবার ধরে ফেলে। বার বার ব্যর্থ হওয়ায় শেষে চালককে লক্ষ্য করে গুলি চালায় তারা। গাড়ির কাচ ফুঁড়ে পেটে গুলি লাগে সন্তোষের। যাত্রীরা তখন আতঙ্কে পরিত্রাহী চিৎকার করছেন। কিন্তু নিজের লক্ষ্যে অবিচল ছিলেন সন্তোষ। যাত্রীদের নিরাপত্তার দায়ও ছিল তাঁর উপর। ফলে গুলিবিদ্ধ অবস্থাতেই গাড়ি ছোটান তিনি। পাঁচ কিলোমিটার ও ভাবেই গাড়ি চালাতে থাকেন। তত ক্ষণ গাড়িতে থাকা যাত্রীরা পুলিশের সাহায্য চেয়ে ফোন করেছিলেন। খবর পেয়েই পুলিশের একটি দল সন্তোষদের উদ্ধারে আসে। পুলিশ দেখে দুষ্কৃতীরা পালিয়ে যায়। সন্তোষদের উদ্ধার করে পুলিশ।

গুলিবিদ্ধ সন্তোষকে হাসপাতালে পাঠানো ব্যবস্থা করে তারা। সঙ্গে সঙ্গে তাঁর অস্ত্রোপচার করে গুলি বার করা হয়। তাঁর অবস্থাও স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। তবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনাটি বিহারের আরা জেলার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, বিয়ের অনুষ্ঠান থেকে ১৫ জনকে সঙ্গে নিয়ে ফিরছিলেন সন্তোষ। আরায় ঝাউ গ্রামের কাছে বাইকে চেপে কয়েক দন দুষ্কৃতী তাঁদের পিছু ধাওয়া করে। বিপদ বুঝে সন্তোষ গাড়ির গতি বাড়িয়ে দেন। কিন্তু দুষ্কৃতীরাও তাড়া করতে থাকে। বেশ কিছুটা তাড়া করার পর সন্তোষকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলি পেটে লাগে সন্তোষের। রক্তাক্ত হয়েও গাড়ির স্টিয়ারিং ছাড়েননি। শেষে পুলিশ এসে উদ্ধার করে সন্তোষদের। জানা গিয়েছে, আরও একটি গাড়ি লুট করার চেষ্টা করে দুষ্কৃতীরা। কিন্তু পারেনি। দুষ্কৃতীদের ধরতে এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement